সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০কবিতা বিভাগশিরোনাম:-বন্ধুত্বের অবসানকলমে:-প্রশান্ত চ্যাটার্জীতারিখ:-১৭.০৮.২০২০
তুমি এসেছিলে বন্ধু চৈতালী সন্ধ্যায়,কোন একদিন বন্ধুত্বের সুযোগ নিয়ে-পারোনি বন্ধু হতে, কারনতুমি যে কাল বৈশাখীর ঝড়ে,উড়ে আসা …
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২০
কবিতা বিভাগ
শিরোনাম:-বন্ধুত্বের অবসান
কলমে:-প্রশান্ত চ্যাটার্জী
তারিখ:-১৭.০৮.২০২০
তুমি এসেছিলে বন্ধু চৈতালী সন্ধ্যায়,
কোন একদিন বন্ধুত্বের সুযোগ নিয়ে-
পারোনি বন্ধু হতে, কারন
তুমি যে কাল বৈশাখীর ঝড়ে,
উড়ে আসা কোন এক ঝরা পাতা।
তোমার হৃদয়ে নেই ভালোবাসার ক্লোরোফিল;
মনেতে নেই প্রেমের মাইট্রকনড্রিয়া।
নেই তোমার যোগ্যতার অবকাশ,
বনস্পতির সবুজ পাতায় এঁকেছো ঠিকই,
চৈত্রের অক্ষরমালা, তবুও তুমি মনেতে দিয়েছো,
কঠোর যন্ত্রণা আর প্রাণে সৃষ্টির উত্তেজনা।
তোমার সারা অঙ্গে রুপের বহ্নিশিখা আর,
হাতে হতাশার হাতছানি।
কন্ঠভরা বিষ, গলন্ত আগ্নেয়গিরির লাভা।
ছলনা করে গেলে যৌবনের রুপচ্ছটায়,
ওষ্ঠে তোমার সঙ্গীতের সুর, দিবানিশি
গেয়ে চলেছো দীপক রাগীনি।
তুমি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বীজ;
বিকসিত কুসুমের কালো কীট।
সুন্দর তুমি, তবুও তুমি কলঙ্কের ছায়া,
পিয়াসী মুখে হতাশার সুর সঙ্গীত।