Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেথ সার্টিফিকেটে পজিটিভ, পরবর্তী রিপোর্টে নেগেটিভ,ধন্দ্বে পরিবার

ডেথ সার্টিফিকেটে করোনা পজিটিভ থাকলেও পরবর্তী একটি রিপোর্টে আবার নেগেটিভ। ফলে ধন্দ্বে পরিবার।
সম্প্রতি তমলুক জেলা হাসপাতাল থেকে রেফার করা রোগী পাঁশকুড়ার বড়মা হাসপাতলে  আইসিইউতে বেড না পেয়ে মারা যায়। সেই নিয়ে প্রশ্ন উঠেছিল পরিব…

 

ডেথ সার্টিফিকেটে করোনা পজিটিভ থাকলেও পরবর্তী একটি রিপোর্টে আবার নেগেটিভ। ফলে ধন্দ্বে পরিবার।


সম্প্রতি তমলুক জেলা হাসপাতাল থেকে রেফার করা রোগী পাঁশকুড়ার বড়মা হাসপাতলে  আইসিইউতে বেড না পেয়ে মারা যায়। সেই নিয়ে প্রশ্ন উঠেছিল পরিবারের তরফ থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ব্যক্তির মৃত্যুর পরেও আবারো প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য দপ্তর। তমলুক জেলা হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট তুলে দেয়া হয় পরিবারের হাতে। সেখানে মৃত্যুর কারণ কভীদ-১৯ পজিটিভ লেখা রয়েছে।


 অন্যদিকে আবার কলকাতা থেকে আসা রিপোর্টে দেখা যাচ্ছে নেগেটিভ রেজাল্ট। পাঁশকুড়ার দীপক মাইতির পরিবারকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। সেখানে কোভিড নেগেটিভ রিপোর্ট। ফলে পরিবার পুরো অন্ধকারে। তাদের রোগী কিসে মারা গেলেন সেটা নিয়ে তারা এখনো অনিশ্চয়তার মুখে। 


জেলা হাসপাতাল সুপার ডাক্তার গোপাল দাস পুরো ব্যাপারটিকে না জানার কথা বলে এড়িয়ে গেলেও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল ঘটনার কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন। মৃতের পরিবারের অভিযোগ রাজ্যে তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় কি চলছে? তা আবারও একবার প্রশ্ন চিহ্নের মুখে।