পুরুষ
কলমে -বৈশাখী ঘোষ
আপনি আমায় রোজ দেখেন জানেন
সকাল নয় টায় বনগাঁ লোকালে,
যখন আপনি সুট, বুট পড়ে অফিসে যান
আমি তখন বিদ্যের ঝুলি পকেটে পুরে
ট্রেনে হকারগিরি করি।
চাকরির ডিগ্রি আছে জানেন
কিন্তু চাকরির টাকাটা এখনও জোগাড় করে উঠ…
পুরুষ
কলমে -বৈশাখী ঘোষ
আপনি আমায় রোজ দেখেন জানেন
সকাল নয় টায় বনগাঁ লোকালে,
যখন আপনি সুট, বুট পড়ে অফিসে যান
আমি তখন বিদ্যের ঝুলি পকেটে পুরে
ট্রেনে হকারগিরি করি।
চাকরির ডিগ্রি আছে জানেন
কিন্তু চাকরির টাকাটা এখনও জোগাড় করে উঠতে পারিনি।
বয়স ছাব্বিশের যুবক অভাবী সংসারের হাল ধরতে,
সারাদিন ট্রেনে হকারগিরি করি
সারাদিন অক্লান্ত পরিশ্রম করে,
রাতে দুমুঠো খেয়ে বিছানায় শুয়ে
স্বপ্ন ভাঙ্গার যন্ত্রনায় আর্তনাদ করে উঠি ,
তারপর সব না পাওয়ার যন্ত্রনা গুলো
যখন আমায় গিলে খেতে আসে
তখন সুখটান দিতে নিকোটিনের ধোঁয়া ওড়ায়।
বেকারত্বের জ্বালায় লাঞ্ছিত গঞ্জিত হয়েছি
পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে,
হাজার প্রতিশ্রুতির পরেও প্রিয় প্রেমিকা
হাতটা ছেড়ে চলে গেছে সরকারি চাকরির কাছে।
আমি পুরুষ, আমি অসীম শক্তির ভান্ডার
তাই আমার জন্য নেই কোনো আইন
নেই কোনো অধিকারের চাওয়া পাওয়া,
আমার জন্য শুধু আছে দায়িত্ব , কর্তব্য
আর স্বপ্ন হারানোর বুক ফাটা আর্তনাদ।