Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লিখনী-সম্মাননা

ভূতের সাথে করবো দেখা
খুঁজছি পোড়ো বাড়ি,
যেথায় পাবো পত্রপাঠ
সেথায় দেবো পাড়ি ।

নিদেন পক্ষে শ্যাওড়া গাছের
তলাশ যদি পাই,
তার তলাতেই যাবো অামি
ভূতকে দেখা চাই ।

অমাবস্যার কৃষ্ণ কুটিল
গা শিরশির রাত,
জাগবো আমি একলা মাঠে
কালো বেড়াল সাথ ।


ভূতের সাথে করবো দেখা
খুঁজছি পোড়ো বাড়ি,
যেথায় পাবো পত্রপাঠ
সেথায় দেবো পাড়ি ।

নিদেন পক্ষে শ্যাওড়া গাছের
তলাশ যদি পাই,
তার তলাতেই যাবো অামি
ভূতকে দেখা চাই ।

অমাবস্যার কৃষ্ণ কুটিল
গা শিরশির রাত,
জাগবো আমি একলা মাঠে
কালো বেড়াল সাথ ।

ভর দুপুরে গহীন বনের
নুইয়ে পড়া বাঁশ,
ডিঙিয়ে তারে দেখবো দেখি
মেটে নাকি অাশ ।

শ্মশান ঘাটের পোড়া মাটির
তিলক করে ভালে,
পা ঝুলিয়ে বসবো অামি
বুড়ো বটের ডালে ।

লোডশেডিং হলো নাকি
ঘর যে হঠাৎ কালো,
কি অাশ্চর্য !  চার দিকেই
দেখছি অাছে অালো ।

অন্ধকারে নাকি সুরে
ডাকছে যেন কারা,
রাম-রাম-রাম-হরি-হরি
এলো নাকি তারা !

জ্ঞান হারালো হঠাৎ যেন
দাত কপাটি লেগে,
ক্ষণেক পরে আপনি উঠি
আলোর মাঝে জেগে...

সুইচ বোর্ডে গলদ ছিলো
আঁধার এলো তাই,
ভয় পাই না ভূতকে আমি
যে যা বলো ভাই ।
----------------------
"ভূত বিলাস"-প্রতিবিম্ব রায়
31.07.2020