শিরোনাম :লেখক
কলমে : রাঙাবেল চাকমা
০১/০৮/২০২০
আধুনিক বিশ্বায়নে খেলা চলে দুরন্ত
বিলিয়ন - মিলিয়ন দর্শক থাকে বিশ্বে সব প্রান্ত,
আনন্দ -উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা
নিষ্ক্রিয় দর্শক থাকে শুধু অল্প হাতে গনণা।
দলের সমর্থনে উপভোগে থাকে ক…
শিরোনাম :লেখক
কলমে : রাঙাবেল চাকমা
০১/০৮/২০২০
আধুনিক বিশ্বায়নে খেলা চলে দুরন্ত
বিলিয়ন - মিলিয়ন দর্শক থাকে বিশ্বে সব প্রান্ত,
আনন্দ -উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা
নিষ্ক্রিয় দর্শক থাকে শুধু অল্প হাতে গনণা।
দলের সমর্থনে উপভোগে থাকে কুটিলতা
মনের সৌন্দর্যে দেখা হয় না খেলা কত মজা,
লেখক -কবি কত বিশ্ব শ্রেষ্ঠ মেধাবী প্রবন্ধকার
বিভক্ত হয়েছেন বিভিন্ন প্রতিবাদী ধারায়।
নিষ্ক্রিয় দর্শকেরা উপলব্ধ করতে পারে খেলা কত মজা
কোনো পক্ষপাতিত্ব হীন লেখক সমাজ বুঝে
সাহিত্যের বিচিত্রতা গুরুর হাতে নয় মোয়া।
প্রমথ চৌধুরী তাঁর বই পড়া প্রবন্ধে অবতারণা করেন
সাহিত্য ছেলের হাতে পুতুল নয়, গুরুর হাতে মোয়াও নয়,
তাই সাহিত্য কারো মনোরঞ্জনের জন্য হয় না সৃষ্টি
নিষ্ক্রিয় আর আত্ন উপলদ্ধি জ্ঞান বিকাশই সাহিত্যের কৃষ্টি।
পক্ষপাতী দর্শক উপলব্ধ করতে পারে না আনন্দের স্বাদ
তেমনি লেখক পক্ষপাতের দৃষ্টিতে করিলে হয় বিবাদ,
নিষ্ক্রিয় মনের সানন্দে খেলা লাগে আনন্দের অশ্রুসজল
সাহিত্য হলো মনের বিবেকের সৃষ্টি এক মুনি-কাঞ্চন উপবন।
লেখক -কবি হতে হবে বিজ্ঞ দর্শকের মতো নিষ্ক্রিয়
পক্ষপাতী করিলে হওয়া যাবে না পাঠকের কাছে প্রিয়,
কবির মতো প্রেমিক আর লেখকের মতো সৃজনশীল
সবার তরে বেঁচে থাকতে হতেই হবে আধুনিক মননশীল।
কলমে : রাঙাবেল চাকমা
০১/০৮/২০২০
আধুনিক বিশ্বায়নে খেলা চলে দুরন্ত
বিলিয়ন - মিলিয়ন দর্শক থাকে বিশ্বে সব প্রান্ত,
আনন্দ -উল্লাসে ফেটে পড়ে সমর্থকেরা
নিষ্ক্রিয় দর্শক থাকে শুধু অল্প হাতে গনণা।
দলের সমর্থনে উপভোগে থাকে কুটিলতা
মনের সৌন্দর্যে দেখা হয় না খেলা কত মজা,
লেখক -কবি কত বিশ্ব শ্রেষ্ঠ মেধাবী প্রবন্ধকার
বিভক্ত হয়েছেন বিভিন্ন প্রতিবাদী ধারায়।
নিষ্ক্রিয় দর্শকেরা উপলব্ধ করতে পারে খেলা কত মজা
কোনো পক্ষপাতিত্ব হীন লেখক সমাজ বুঝে
সাহিত্যের বিচিত্রতা গুরুর হাতে নয় মোয়া।
প্রমথ চৌধুরী তাঁর বই পড়া প্রবন্ধে অবতারণা করেন
সাহিত্য ছেলের হাতে পুতুল নয়, গুরুর হাতে মোয়াও নয়,
তাই সাহিত্য কারো মনোরঞ্জনের জন্য হয় না সৃষ্টি
নিষ্ক্রিয় আর আত্ন উপলদ্ধি জ্ঞান বিকাশই সাহিত্যের কৃষ্টি।
পক্ষপাতী দর্শক উপলব্ধ করতে পারে না আনন্দের স্বাদ
তেমনি লেখক পক্ষপাতের দৃষ্টিতে করিলে হয় বিবাদ,
নিষ্ক্রিয় মনের সানন্দে খেলা লাগে আনন্দের অশ্রুসজল
সাহিত্য হলো মনের বিবেকের সৃষ্টি এক মুনি-কাঞ্চন উপবন।
লেখক -কবি হতে হবে বিজ্ঞ দর্শকের মতো নিষ্ক্রিয়
পক্ষপাতী করিলে হওয়া যাবে না পাঠকের কাছে প্রিয়,
কবির মতো প্রেমিক আর লেখকের মতো সৃজনশীল
সবার তরে বেঁচে থাকতে হতেই হবে আধুনিক মননশীল।