Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবিতা-কুটির-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লিখনী-সম্মাননা

কবিতা- কবি সম্মেলন
কলমে- কাকলী ভট্টাচার্য্য

সেবার কবি সম্মেলনে
আমার চক্ষুস্থির,
গিয়ে দেখি উপচে পড়া
হাজার কবির ভীড়।

বড় বড় কবির লেখা
নিয়ে আলোচনা,
আমি সেথায় অবাঞ্ছিত
ক্ষুদ্র একটি কণা।

ঘুরে ঘুরে দেখছি আর
পড়ছি তাদের লেখা,
পাই…


কবিতা- কবি সম্মেলন
কলমে- কাকলী ভট্টাচার্য্য

সেবার কবি সম্মেলনে
আমার চক্ষুস্থির,
গিয়ে দেখি উপচে পড়া
হাজার কবির ভীড়।

বড় বড় কবির লেখা
নিয়ে আলোচনা,
আমি সেথায় অবাঞ্ছিত
ক্ষুদ্র একটি কণা।

ঘুরে ঘুরে দেখছি আর
পড়ছি তাদের লেখা,
পাইনি সেথায় কোনোখানেও
আমার লেখার দেখা।

তাহলে কি কবির ভীড়ে
হারিয়ে গেলাম আমি!!
আমার লেখা কারো কাছেই
হয়নি মনে দামী!!

ফিরে আসার সময় দেখি
কোণায় একটি ছেলে,
ধরে আছে হাতে আঁকা
একটি ছবি মেলে।

তাকিয়ে আমি হতবাক
এতো আমারই ছবি!
ছেলেটি শুধায়,"খুঁজছি তোমায়
কোথায় ছিলে কবি?"

শুনে আমি স্তব্ধ হলাম
চোখের নীচে জল,
আমার লেখা একেবারে
হয়নি নিষ্ফল।

একজনও তো দিয়েছে
লেখার সম্মান,
এতেই আমি উচ্ছসিত
ভরেছে আমার প্রাণ।