অভিমানীসংঘমিত্রা সরকার কবিরাজ
শুধু শব্দে জলতরঙ্গ বাজবে না মন নদী উপচানো অভিমানী,আদর দিয়ে বরং বাঁধ দিও তাকেনইলে বন্যা ভাঙ্গন সন্ধানী।তারপর নাহয় ফুটিও রমন পদ্ম আদরের তাপে খাজুরাহ ফের গলবে,চালচিত্রে আমরা হয়ে যাবো অর্ধনারীশ্বরহাওয়াতে…
অভিমানী
সংঘমিত্রা সরকার কবিরাজ
শুধু শব্দে জলতরঙ্গ বাজবে না
মন নদী উপচানো অভিমানী,
আদর দিয়ে বরং বাঁধ দিও তাকে
নইলে বন্যা ভাঙ্গন সন্ধানী।
তারপর নাহয় ফুটিও রমন পদ্ম
আদরের তাপে খাজুরাহ ফের গলবে,
চালচিত্রে আমরা হয়ে যাবো অর্ধনারীশ্বর
হাওয়াতে তখন অর্ধস্ফুট নাগকেশর ফুটবে।