Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

"শরতের খোঁজে"  প্রতিবিম্ব রায় (16.09.2020)~~~~~~~~~~~~অনেক ভেবে ডাকঘরেতেদাঁড়িয়ে সকাল থেকে,ভিড় দেখছি ভালোই সেথালাইন এঁকেবেঁকে...
কাউন্টারের ডাক বাবুরমুখোশ অাঁটা মুখ,তবু তাকে দেখেই অামারঅাশায় ভরে বুক ।
সুধাই তারে-"দাও …

 


"শরতের খোঁজে"

  প্রতিবিম্ব রায় 

(16.09.2020)

~~~~~~~~~~~~

অনেক ভেবে ডাকঘরেতে

দাঁড়িয়ে সকাল থেকে,

ভিড় দেখছি ভালোই সেথা

লাইন এঁকেবেঁকে...


কাউন্টারের ডাক বাবুর

মুখোশ অাঁটা মুখ,

তবু তাকে দেখেই অামার

অাশায় ভরে বুক ।


সুধাই তারে-"দাও ঠিকানা

'শরৎ' যেথায় থাকে,

আকাশ-বাতাস খুঁজে খুঁজে

পাচ্ছি না যে তাকে !"


বড্ড কড়া করে অামি

লিখবো চিঠি তারে,

প্রয়োজনে নাড়বো কড়া

গিয়ে তাহার দ্বারে । 


উঠলো রেগে হঠাৎ বাবু

চাপরাশিকে ডেকে,

তাড়িয়ে দিলো 'পাগল' বলে

ডাকঘরটি থেকে । 


কি জানি কি দোষ করলাম

ভেবে নাহি পাই,

কি জানি কি অাশায় তবু

অাকাশ পানে চাই...


'শরৎ' তোরে খুঁজতে গিয়ে

পাগল হলাম শেষে,

দেখি কবে অাসিস রে তুই

পেঁজা মেঘে ভেসে ।