Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি ও লেখক শক্তি পদ ঘোষের কবিতা গুচ্ছ

: কবিতা   :   দুঃখ করো না মোটেকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ১৮ , ০৯ , ২০২০
সব জিনিসেই আগুন লেগেছে ,বাজার দুর্মূল্য ।মানিব্যাগটা ছিল ঠাসা ;বাজারশেষে মনে হলো--খুব সোজা ,ধুলোর ঝড়ে--হু হু রবে যেনশুকনো পাতা উড়লো ।বাজার যদিও--সে…

 


: কবিতা   :   দুঃখ করো না মোটে

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১৮ , ০৯ , ২০২০


সব জিনিসেই আগুন লেগেছে ,

বাজার দুর্মূল্য ।

মানিব্যাগটা ছিল ঠাসা ;

বাজারশেষে মনে হলো--খুব সোজা ,

ধুলোর ঝড়ে--হু হু রবে যেন

শুকনো পাতা উড়লো ।

বাজার যদিও--সেদিনও জ্বলতো অগ্নিতে ;

তবু রক্তহীনতায় ভুগলে ,

সাতভাই রক্ত দিতে তার ভগ্নীকে ।


সেদিনও আগুনে পুড়তো

বড়বাজার , মেছোপটি থেকে পোস্তা ;

তবু মনে হয়--সেদিন ,

শুধু রক্তটাই ছিল খুব সস্তা ।

খুব সস্তাই ছিল রক্ত ;

জলের দামেও রক্ত তাই ,

বিকানোও ছিল খুব শক্ত ।


হয়তো বা হবে--তারই জন্যে ,

সেই বুড়ীবালামের তীর থেকে

জালালাবাদের অরণ্যে

দশহাত মাটি--খুব সহজেই

ভিজেছিল লালবৃষ্টিতে ।

আজ , এ কি অনাসৃষ্টি এ ?

বিশ্বজুড়ে ব্লাডব্যাঙ্কগুলো--ঠায় ,

ফুটপাতে বসে-দাঁড়িয়ে ,

রক্ত ভিক্ষা চেয়ে কৌটো নাড়ছে ।

মানুষের শরীরে মেদ যত বাড়ছে ,

অনাবৃষ্টির বৈশাখী রোদে

শিরায় শিরায় লাগছে খরা ।


শোন--পৃথিবীর মুমূর্ষুরা ,

অপেক্ষায় থেকো না কারও জন্যে ।

দেখেছো না--সুন্দরবনে ,

আফ্রিকার বৃহদরণ্যে 

কেঁদো কেঁদো বাঘ সব--নিজেরাই ,

ভুগছে কেমন রক্তহীনতায় ?

রক্তের আগ্রাসী পিপাসায়

ওরা আকণ্ঠ মরুভূমি ;

ভুলেও ওদের কাছে--রক্ত চেয়ো না তুমি ।


তাই বলছি তোমায় শোন ,

লক্ষ্মী পারুল বোন ,

দুঃখ করো না মোটে ;

তোমার মান বাঁচাবে ,

তেমন সাতটা ভাই--কবেই

হারিয়ে গেছে স্রোতে ।

-----------------------------------------------------------

 কবিতা   :   নামের জঞ্জালে

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ১৭ , ০৯ , ২০২০


এই আমরা--যারা খুব ভালো আছি ,

ভালো থাকি , ভালো বলতে পারি ,

ভালো ভাবতে পারি--সেই আমরা সব্বাই ,

মনে মনে খুব চাই :

দূরে পাহাড়ী সেই ঝর্ণার জলে--লীলাচ্ছলে ,

লীলার সুখে গা ধুতে ।

ভাবতে পারি ভাবার সুখে ,

এই আমাদেরই জন্যে--বনে বাগিচায়

নিত্য শতশত ফুল ফোটে ।


এই আমরা--খুব ভালো আছি যারা ,

ভাবতে পারি--আকাশের এত তারা ,

জ্যোৎস্নার এমন স্নিগ্ধ ধারা ,

এই সবই আমাদেরই জন্য ;

ভাবতে যারা পারে না--অবকাশও নাই

ভাববার ,তাদের কথা বাদ থাক ,

তারা দুনিয়ার যত--হাভাতে নগণ্য ।

ভাবতে পারি--আমাদেরই কথায়

সময়ও কথা বলে ,

ভাবতে পারি--আমাদের ইশারামতোই

সময়ও পথ চলে ।


আমরা তাই--দাঁড়াই যখন মঞ্চে উঠে ,

যখন নগণ্যদের পক্ষ থেকে

আমার জয়ের ধ্বনি  ওঠে ,

মুহুর্মুহু হাততালি পাই--নগণ্য সেই জনতার ,

তখনই ভাবি--এমনি করে 

ঝর্ণা আমার অঙ্গসুবাস ,

আমার রূপের সুধা , যশের সুধা ,

ছলছলিয়ে--খলখলিয়ে বিলাক ।

কুড়িয়ে নিয়ে মুঠি মুঠি , 

আমার কথার শুভ্র যূথী

লক্ষহাতে দিগ্বিদিকে ছড়াক :

আহ্লাদে সে--নাম আমার--যশ আমার ,

ছড়িয়ে চলুক দিকে দিকে ।

আমার নামের সুধা--নাচতে নাচতে ,

গাইতে গাইতে--শুধাক গিয়ে নদ-নদীকে ।


চাই , নাম আমার আঁধার-গায়ে

জোনাক হয়ে--থাক গাঁথা ;

আমার নামে ধ্বনি তুলুক ,

মর্মরিত গাছের পাতা ।

চাই--আমার নামে শ্রাবণধারা 

প্লাবন আনুক ,

নাম আমার আকাশ জানুক ,

বাতাস জানুক ।

আমি শুনবো দু'কান পেতে ,

সাগর কেমন--হেঁকে হেঁকে ,

দিনেরাতে--আমার নাম বলছে ;

দেখবো আমি--এ নাম কেমন 

ঢেউয়ের মাথায়--রোদের সোনায় জ্বলছে ।


সেই আমি এবং সেই আমরা সবাই ,

যারা ভালো আছি--ভালো থাকি ,

আসলে , কেউ কাজের কাজে নাই ।

কেবল নামের সুরা গলায় ঢেলে ,

অমরত্বের নেশায় বুঁদ হয়ে সব থাকি ;

বৃথা সময় যায় কেনার নেশায়

চাঁদের দেশে সোনার দামে মাটি ।

এবং কিনতে চেয়ে--বিবেকখানাই ,

হেলায়--দিই ছুঁড়ে নামের জঞ্জালে ;

একটুও বাজে না বুকে কারও ,

এমনি করে নিজেকে--নিজেই ঠকালে ।

-------------------------------------------------------


বিভাগ   :   কবিতা

শিরোনাম   :   চাবুকেই পদানত

কলমে   :   শক্তিপদ ঘোষ

তারিখ   :   ১৫ , ০৯ , ২০২০


দেখেছি অকারণ সে'গাঙুরের জলে ,

সপ্তডিঙাসহ চাঁদের ভরাডুবি ;

হঠাৎই ঝড় উঠে কানীর কৌশলে ,

না পেরে যুদ্ধে সম্মুখে সোজাসুজি ।


আত্মপ্রত্যয়ে দীপ্ত চাঁদ বেনে , 

প্রত্যয়ী চিত্তে সে বেঁচে আছে আজো ;

হে অন্তরীক্ষবাসিনী , রাখো তুমি জেনে ,

ব্যর্থ তুমি--নিন্দিত তব কার্য ।


ভিক্ষা চায়নি চাঁদ--চেয়েছিলে তুমি ,

প্রতিষ্ঠাভূমি চেয়ে পেতেছিলে হাত  ;

সত্যের থেকে তাকে টলাতে পারোনি ,

পদে পদে ঘটালে কেবলই বিভ্রাট ।


পূজে যে তোমায়--পূজে না ভক্তিতে ,

তোমার রোষের চাবুকেই পদানত ;

হিতকাজে দেখাও তোমার শক্তিকে ,

শ্রদ্ধার শতদল পাবে শত শত ।


কায়ারূপে আসো যদি মায়ারূপ ছেড়ে ,

জাগবে চিত্তে তোমাতেও প্রত্যয় ;

মৃতবৎসে ক্রোড়ে পায় যদি মা ফিরে ,

ডানহাতে ফুল তুমি পাবে নিশ্চয় ।


তোমার কীর্তিমাঝে থাকো সুমহান ,

চাইতে হবে না কারও অনিচ্ছার দান ।

-------------------------------------------------------