Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

অসভ্য সভ্যতা
ম.ম.রবি ডাকুয়া---------------------------সভ্যতার তাবুতে ঢুকে পড়েছে হিংস্রতা,শিয়াল শকুনের মত মানুষের দন্ত নখরে মানুষের মাংস।অসভ্য সমাজ আজ খাঁচায় পোরারসময় এস গেছে।মন চায় পুরুষ হবার লজ্জা ঢাকতে,কোন এক রাস্তার মোড়ে দাড়িয়ে…

 




অসভ্য সভ্যতা


ম.ম.রবি ডাকুয়া

---------------------------

সভ্যতার তাবুতে ঢুকে পড়েছে হিংস্রতা,

শিয়াল শকুনের মত 

মানুষের দন্ত নখরে মানুষের মাংস।

অসভ্য সমাজ আজ খাঁচায় পোরার

সময় এস গেছে।

মন চায় পুরুষ হবার লজ্জা ঢাকতে,

কোন এক রাস্তার মোড়ে দাড়িয়ে

সহস্র নরীর হাতে প্রথম ধর্ষিত পুরুষ হই।

আশার ভেতরের এ সভ্যতার পরুষ কার ?

ভেবেছিলাম নারীর অসহায়ত্বের পুরস্কার ,

আজ মনে হয় এ পৌরুষত্বটাই এক তিরস্কার।

আজ মিথ্যে হোক যত বান ডাকা জোয়ার ভাটা,

চিত্যে জাগা সব কবিতা টা।

মিথ্যে হোক বিমূর্ত

চাঁদ জাগা রাত্রিও।

মনের মাঝে যার লজ্জা থাকে না,

পোষাকে তার লজ্জা ঢাকে না।

সভ্যতা হীন সমাজে 

কি হবে আর লজ্জা ঢেকে পোষাকে?

নারীর সঙ্গ ও নয় প্রণয়,

বিবেক বিবর্জিত মানুষের মত মানুষ তো নয়।