Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

শিরোনাম-চেতনা জাগরণকলমে-সুলেখা বিশ্বাস২৭/০৯/২০প্রতিবাদ করেছো কি?অনাহার, দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি কেন মেনে নাও?চারিদিকে দূষণের মাত্রা অসহনীয় হয়ে উঠেছে.....ধমনীতে  বয়ে চলা রক্তের স্রোত করে না আজ বড়াই।প্রতিবাদের ঝড় উঠবে কবে…

 


শিরোনাম-চেতনা জাগরণ

কলমে-সুলেখা বিশ্বাস

২৭/০৯/২০

প্রতিবাদ করেছো কি?

অনাহার, দুর্নীতি, মিথ্যা প্রতিশ্রুতি কেন মেনে নাও?

চারিদিকে দূষণের মাত্রা অসহনীয় হয়ে উঠেছে.....

ধমনীতে  বয়ে চলা রক্তের স্রোত করে না আজ বড়াই।

প্রতিবাদের ঝড় উঠবে কবে সমাজকে প্রশ্ন করো সবার মাঝে।

ইন্টারনেট হয়েছে সময়ের  উপযোগী,

শ্রদ্ধা -ভক্তি ,ভালোবাসার জায়গায় টান পড়ছে কি?

বাহাদুরি ,হানাহানি ,অবিশ্বাস বর্তমান যুগের এই বহিঃপ্রকাশ।

নৃশংস লোভে উচ্চাকাঙ্ক্ষায় প্রতিনিয়ত নষ্ট হচ্ছে মূল্যবোধের স্তূপ।

সরল জীবনের আনন্দময়তা হারিয়ে যাচ্ছে অন্ধকারে.......

শুধু অর্থের পিছনে ছুটে চলা......

সাধারণ সামাজিক আবহ বিষিয়ে ওঠে অমানবিকতার ভিড়ে।

পৃথিবী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্মম সমাজের দিকে।

কবে জাগবে চেতনা মানুষের মনে, ফিরে আসবে সততা অহংকারে।