Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতার গান, শিরোনামে - আনমনে, কলমে - প্রদীপ মন্ডল, তারিখ - 26/09/2020.
বুকের আঁচলে,কান্না হাসির দোলা লাগে !আমার প্রিয়,তুমি বুঝে নিয়ো !তোমারই প্রেমে,ভরে,রাগে অনুরাগে !তুমি ভুল করে,বলেছিলে প্রিয় !আমায় পড়লে মনে,শুধু ডেকে নিয়ো !আমারই …


কবিতার গান, 

শিরোনামে - আনমনে, 

কলমে - প্রদীপ মন্ডল, 

তারিখ - 26/09/2020.


বুকের আঁচলে,কান্না হাসির দোলা লাগে !

আমার প্রিয়,তুমি বুঝে নিয়ো !

তোমারই প্রেমে,ভরে,রাগে অনুরাগে !

তুমি ভুল করে,বলেছিলে প্রিয় !

আমায় পড়লে মনে,শুধু ডেকে নিয়ো !

আমারই পরানে,জাগি আনমনে !

তোমারই প্রেমের সোহাগে !

তুমি যদি নাই আসো,আমায় ভালো নাই বাসো !

কি তাতে যায় আসে !

তবুও জানি প্রিয়,আমায় ভালোবাসে !

কত আশা ছিল মনে !

রবো প্রিয়,তোমার সনে !

ফাগুনের রঙে ভুবন,ভরাবো দুজনে !

আজ তুমি কোথায় আছো? 

আমাকে ভুলে গেছো !

আমি যে আজও বসে,কান্নার শ্রাবণে !

মনে পড়ে প্রিয়,জেনে অবাক হয়ো !

আমি যে তোমার আশায়,চেয়ে পথপানে !

কি হবে জীবন আমার !

শুধু যে আকুল পাথার !

ব্যথারই জলসাঘরে,ভরি ব্যথার গানে !

ছিল যে শূন্য বাসর,ভেঙে যে গেছে আসর !

আমি যে আজও বসে,ব্যথার আগুনে !

ওগো প্রিয়,বুঝে নিয়ো,তোমারই আশায় আজও,,,,,,, 

খুঁজি আনমনে !!