Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

কবিতা : ইচ্ছাকলমে : স্বপন মন্ডল৩০/০৯/২০২০
যদি মেঘ সরে নীলাকাশ ফুটে ওঠেতোকে নিয়ে অাবার,সমুদ্রতটে ঝিনুক কুড়াতে যাব!অনেক গুলো মুক্ত খুঁজে,মালা গেঁথে পরিয়ে দেব তোর গলায়মুক্তর মালা পরে,তোকে বেশ মানাবে !
মাঝে মাঝে তোকে নিয়ে,পাহাড়ে যেতে খ…

 


কবিতা : ইচ্ছা

কলমে : স্বপন মন্ডল

৩০/০৯/২০২০


যদি মেঘ সরে নীলাকাশ ফুটে ওঠে

তোকে নিয়ে অাবার,সমুদ্রতটে ঝিনুক কুড়াতে যাব!

অনেক গুলো মুক্ত খুঁজে,মালা গেঁথে পরিয়ে দেব তোর গলায়

মুক্তর মালা পরে,তোকে বেশ মানাবে !


মাঝে মাঝে তোকে নিয়ে,

পাহাড়ে যেতে খুব মন চায় ৷

বড় ইচ্ছে হয়,ঝর্ণার শীতল জলধারায়

নিজেদের'কে একটু ভিজিয়ে নিতে !


কতদিন তোকে নিয়ে,কোন লং ড্রাইভে যাওয়া হয়নি

অনেকদিন ভুলে গেছি পাশাপাশি বসে

"নন্দনে"ভালো থিয়েটার দেখার স্মৃতিকথা

অথবা ই,এম,বাইপাসের ধারে সেই বুড়ো দাদুর হাতের

কড়া লিকার চায়ের মন ভালো করার অাস্বাদ!


ব্যস্ত শহর'টা এখন কেমন যেন বিষণ্ণতায় ভরে অাছে

অামজনতার নেই, তাড়াহুড়ো করে ধর্মতলা পৌঁছানোর বাসে ওঠার প্রবনতা

অথবা মেট্রো চেপে নিউগড়িয়া নেমে,লোকাল ট্রেন ধরে বাড়ি ফেরার তৎপরতা !


কতদিন তোকে পাশে পাইনি

তোকে স্পর্শ করার অনুভূতিটা,কেমন যেন অস্পষ্ট হয়ে গেছে অাজ

জানিনা,এখনো অামার স্পর্শে...

তোর সারাশরীর,কাঁটা দিয়ে উঠে কিনা !