Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-লেখনি-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাকবিতাঃ মুক্ত হবো আমিপথিক আল আমিনতারিখঃ 30/09/2020এবার মুক্ত হবোই আমি।ভাঙ্গবো কারা বাধার শিকল।শুধরাবো সব ভুল, সাজাবো ভুল করে গড়া বিস্মিত অঙ্গন,ভাবনার ভৌতিক গল্প নয়, অলীক কল্পনা নয়,জীবনের দৈন্যতা মুছবোই সাফল্…



দৈনিক কবিতা প্রতিযোগিতা

কবিতাঃ মুক্ত হবো আমি

পথিক আল আমিন

তারিখঃ 30/09/2020

এবার মুক্ত হবোই আমি।

ভাঙ্গবো কারা বাধার শিকল।

শুধরাবো সব ভুল, সাজাবো ভুল করে গড়া বিস্মিত অঙ্গন,

ভাবনার ভৌতিক গল্প নয়, অলীক কল্পনা নয়,

জীবনের দৈন্যতা মুছবোই সাফল্যের বেড়াজালে,

বৃথা আশ্বাসে নয়, সত্যের শিকড়ে বসে বিশ্বাসে গড়বো আশ্বাসের ভিত।

আমি বাঁচবো নবজাতকের মত কারো করুণার আঁচলে নয়,

বাধার প্রাচীর ঘুরে ভাঙ্গবো কারা,

স্নিগ্ধ জ্যোৎস্না হবো, রাঙ্গাবো সন্যাসপুরী, বসবো দেবাসনে,

পুরাতন,জরা, মিথ্যাকে গড়িয়ে গুড়িয়ে করবো দাসত্বের মূলোচ্ছেদ ।

এবার মুক্ত হবোই ভাঙ্গবো কারা,বাধার শিকল।

আত্মহুতি দেবো দেবার সব আতীত বর্তমান,

নিছক কোলাহল বৃথাশংলাপের ইতি টেনে আমি

উজানের তীরে বসবো হাটুগেড়ে,

মাটির বিশুদ্ধতায় গড়বো বসত।

আমি মুক্ত হবোই এবার।

অবহেলিত দলিত ক্লান্ত প্রাণের আপৃথ্বী পাথেয় হবো,

পিতৃস্বর্গ হবো, সব পিতার অন্তরে বুনবো সৌভাগ্যের বীজ।

সখ্যতা চাইনা কারো।

আমি পায়ে পায়ে মুছবো সব বন্ধুরতা।

দু’হাতে অভিশাপের মেঘ সরিয়ে টানাবো সখের ঝাড়বাতি।

একটানা দাপটে দশদিক ছুড়বো রাক্ষুসে থাবা ,

আপন মহিমায় হবো মহীয়ান, গা’বো বিজযের গান।

আমি সত্যের পূজারী।

আপন প্রভায় হবো বিকশিত ফুল-ফল মহাসৌরভে,

উদোম শ্মশান নয় নিশ্চিত জীবনের বাসঘর হবো আমি।

বর্বরতার বেড়াজাল ছিন্ন করে বীরত্বের তাঁবুগেড়ে

পিয়াবো সাফল্যের সুপেয় জল।

আমি আমাদের গ্রহের গৃহস্থালি কুড়াবো,

মুক্তিকামী প্রাণে রবো ধৈর্যের বলয় হয়ে,

শেখাবো সততা সভ্যতা শালীনতা।

এশো হে নবীন,

কবির কাব্যে নয়, সাধুর চরণে নয়, ধরাদামে নয়,

এসো অন্তরধামে বসাই আমি-কাব্যের ঐশ্বর্যের হাট,

এসো আপন প্রভায় রচি পথের সমৃদ্ধি।