# -#অনুগল্প#শাড়ি
গাড়ীটা যখন কোণা এক্সপ্রেসে তখন রাত প্রায় এগারোটা।তরু আজ ভীষন খুশী,পাশে অনিমেষ স্টিয়ারিংয়ে এক হাত, অন্য হাতে সিগারেট। আজ বিয়ের তারিখ, ওরা সেলিব্রেট করল বারবিকিউতে,ওটা উপরি আসল হলো লালা টুকটুকে টিসু বেনারসি।…
# -#অনুগল্প
#শাড়ি
গাড়ীটা যখন কোণা এক্সপ্রেসে তখন রাত প্রায় এগারোটা।তরু আজ ভীষন খুশী,পাশে অনিমেষ স্টিয়ারিংয়ে এক হাত, অন্য হাতে সিগারেট। আজ বিয়ের তারিখ, ওরা সেলিব্রেট করল বারবিকিউতে,ওটা উপরি আসল হলো লালা টুকটুকে টিসু বেনারসি।ভীষণ পছন্দের শাড়িটা জাপটে নিয়ে বুকে ক্রমাগত খুনসুটি অনিমেষের সঙ্গে।
উল্টো দিকের লড়িটার তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল অনিমেষের!
ব্রেক ফেল....সোজা ধাক্কা ঘুরে গিয়ে একটা বড় গাছের গুঁড়িতে!
প্রায় বছর দুয়েক হ'তে চলল প্রায়ই স্বপ্নে আসে তরু!বলে আবার বিয়ে করো একটা.. এইভাবে কাটানো যায়?
একঘেয়েমি কাটানোর জন্য আবার বিয়ের পিড়িতে।
কিছু গয়না, শাড়ি কিনেছে অনিমেষ।
অল্প কিছু কাছের মানুষদের নিয়ে কাল বিকেলে একটা ছোটো অনুষ্ঠান।
ঘুমটা কেন যেন আজ ছাড়া ছাড়া... হঠাৎ একটা আওয়াজে আলো আঁধারিতে দেখতে পেল একটা অবয়ব!বড্ড চেনা...তরু না!!
উঠে বসল,গলা শুকিয়ে কাঠ... আলমারির কাছে এগোচ্ছে ও....পাল্লা খুলল..!! তরু
বার করে নিয়ে আসল কিছু....ওর কাছে এলো ধীরে ধীরে অবয়বটা!
খিলখিল করে হেসে উঠল তরু …বলল ,টিসু বেনারসিটা নিয়ে গেলাম গো। ওটা আমার বড় পছন্দের!
ঠান্ডা স্রোত বয়ে গেল অনিমেষের শিরদাঁড়া দিয়ে!
#স্বরূপা