পুরোটা সময় করে পড়বেন🙏🙏
সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)
নারী শরীরকে যারা খাদ্য সামগ্রী ভাবো, তাদের উদ্দেশ্যে বলছিঃ না আমি কোন পুরুষকে বলছি না। পুরুষ মানে আমার কাছে চিন্তা, ভাবনা, বিচার, বিবেচনা, মেরুদন্ড যুক্ত একটা শ্রেণী, হতে পারে সে …
পুরোটা সময় করে পড়বেন🙏🙏
সুমিতা সরকার ঘোষ (ম্যাহেক)
নারী শরীরকে যারা খাদ্য সামগ্রী ভাবো, তাদের উদ্দেশ্যে বলছিঃ না আমি কোন পুরুষকে বলছি না। পুরুষ মানে আমার কাছে চিন্তা, ভাবনা, বিচার, বিবেচনা, মেরুদন্ড যুক্ত একটা শ্রেণী, হতে পারে সে পিতা, ভাই, বন্ধু, প্রেমিক, আরও আরও হয়তো নাম না জানা কোন সম্পর্ক.......
যারা নারীদের ভোগ নয়, রক্ষা করতে জানে, অত্যাচার নয়, সম্মান করতে জানে।
আমি বলছি সেই সব ধর্ষকদের উদ্দেশ্যেঃ তোমরাও কারো পিতা, ভাই, সন্তান, বন্ধু, প্রেমিক.......
যে নারী শত কষ্ট, যন্ত্রণা সহ্য করেও তার মধ্যে একটা সন্তান জন্ম দেয়, পরিপূর্ণ চিন্তা আর পরিকল্পনা নিয়ে যে, অভাব থাক, কিন্তু আমার সন্তানও আর পাঁচটা মানুষের মত মাথা উঁচু করে মানুষ হবে।
পরবর্তী কালে চিন্তা ভাবনা, পৌরুষত্ব, জলাঞ্জলি দিয়ে তোমরা এক একজন ধর্ষক তৈরী হয়ে ওঠো। কেন???? কেন??
নারী শরীরের ওপর লোভের লোভনীয় চকচকে ছুরি বসিয়ে তারিয়ে তারিয়ে প্রতিটি মুহূর্ত উপভোগ কর। না আমাদের কোন নাম নেই, ঠিকানা নেই, পরিচয় নেই, খ্যাতি নেই, আমরা শুধু তোমাদের খাদ্য।
মনীষা, বাল্মিকী, আসিফা, তাপসী, প্রিয়াঙ্কা, নির্ভয়া, শিশু টুইঙ্কল, কেউ না কেউ না কিছু না, আমরা শুধু তোমাদের খাদ্য। এরপরেও কেউ পোষাকের দোহাই দেবে, কেউ বলবে অত রাতে রাস্তায় বেরোবার দরকার কি ছিল??
অষ্টাদশী তন্বী লোভনীয় ১৮/১৯ বছরের টানটান ছিপছিপে শরীর কিম্বা পথচলতি ৭০ এর ভিক্ষে করা স্টেশন বা ফুটপাতে পড়ে থাকা লোল চর্মহীন অশক্ত বৃদ্ধা.............
কিছুক্ষণ ভোগের সামগ্রী হলেই চলবে, আর কলঙ্ক পড়বে পুরো পুরুষ জাতের ওপর..............কেন??
নরম শরীরে পুরুষাঙ্গের আলপিনে ঠিক কতটা সুখ হয়? শরীর থেঁতো করা, পুড়িয়ে দেওয়া, চোখ উপড়ে নেওয়া, যৌনাঙ্গে রড, কাচের বোতল ভাঙ্গা, পেরেক, ধারালো ব্লেড ঢুকিয়ে নানান পরীক্ষা করতে তো তোমাদের বেশ ভালই লাগে।
তোমরাও এই সুখের লোভেই কি আগামীতে কন্যা সন্তানের জন্ম দেবে?? হ্যাঁ, তোমাদেরই বলছি, তোমরাও তো ভবিষ্যৎ সন্তানের পিতা হবে একদিন।
আগামীতে নিজের কন্যা সন্তানদের সাথেও তো এমনই কিছু করার পরিকল্পনা করে রেখেছ কারণ, তোমাদের কাছে কোন সম্পর্কের দাম নেই, তোমরা নারী শরীরকে বানিয়েছ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
তোমাদের কাছে সম্পর্ক, ন্যায়, নীতি, শিক্ষার থেকেও, আগে তোমাদের অশিক্ষিত কামনা, বাসনা, নিজের লোলুপ দৃষ্টির মূল্য বেশী।
সেটুকু শান্ত করতে পারলেই তোমাদের সব পাওয়া। বহু যুগ, যুগ, শতাব্দীর পরেও তোমরা এমন থাকবে। স্ত্রী জাতি, নারী জাতি একদিন ঘৃণায় তোমাদের জন্ম দেওয়াই বন্ধ করে দেবে।
বিরক্তিতে বিবাহকেও নাম দেবে অাইনি ধর্ষণ কান্ডের এক লিখিত চুক্তিপত্র। তোমাদের জন্য সত্যিকারের পুরুষরাও হবে কলঙ্কিত। একের দোষ ১০০ জনের ওপর পড়বে।
প্রতিদিন শুধু শরীর ধর্ষিত হয় না, সমালোচনায়, চোখের দৃষ্টিতে, কুরুচিপূর্ণ মন্তব্যে, স্পর্শে, ছোঁয়ায়, হাজার হাজার নারী শরীরের অন্তর, হৃদয়, বিবেকও ধর্ষিত হয়।
মা দশভুজা ত্রিশূল হাতে আর মর্ত্যে আসতে চান না, মনে মনে ভাবেন কি সন্তানদের আমি সৃষ্টি করেছি?? অসুরের কি প্রয়োজন?? অসংখ্য মাত্রাহীন ধর্ষক তো মর্ত্যে আছেই??