কামড়
মৌসুমী মন্ডল
19/09/2020
সারা রাত পিঁপড়ে গুলো বালিশ ফুঁড়ে কামড়াচ্ছিল,রক্ত ঝরে নি- কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটালো, বলতে পারো ঘুম ভয় পেয়ে পালিয়ে গেল৷ক্ষুদ্র অথচ এত শক্তি তার!কিছু দৃশ্য হীন অতি সূক্ষ্ম ছবিমানস পটে খেলে যায় কখনো কখনো …
কামড়
মৌসুমী মন্ডল
19/09/2020
সারা রাত পিঁপড়ে গুলো
বালিশ ফুঁড়ে কামড়াচ্ছিল,
রক্ত ঝরে নি-
কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটালো,
বলতে পারো ঘুম ভয়
পেয়ে পালিয়ে গেল৷
ক্ষুদ্র অথচ এত শক্তি তার!
কিছু দৃশ্য হীন অতি সূক্ষ্ম ছবি
মানস পটে খেলে যায় কখনো কখনো
যেন মাংসপিন্ড গুলোও শরীর
থেকে আলাদা হয়ে যাবে৷
তুমি যদি এত টুকুও প্রশ্রয় দাও ,
নিয়ে যাবে সে নীল সমুদ্রের দ্বার গোড়ায় -
সেখান থেকে ফিরে আসা
খুব কঠিন হয়ে যাবে তখন৷
আমাদের চারিপাশে কামড়ানো
কত কীট ঘুরছে অবিরত ,
তাই বলে সূর্য কি আলো
দিতে ভুলে গেছে বন্ধু ?
না আমাদের খিদে গুলো
কম হয়েছে একটুও৷
নিজের ক্ষমতার খোঁজ কি
আমরা নিয়েছি আজ পর্যন্ত !
তবে ভয় কিসের?
কাঁটা ঠিক, সরাতে পারবো আমরা,
তবে কাঁটা দিয়ে নয়,
আপন শক্তির প্রকাশ ঘটিয়ে৷৷