Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অন্য ধারায় সাহিত্য আড্ডা

এক অন্যধারার সাহিত্য আাড্ডায়  "বাইফোকালিজম্"।কথায় আছে বাঙালী যেখানে আড্ডাও সেখানে।এই আড্ডা কোথাও নিছক প্রান খোলা হাওয়ার যাতায়াত। একটুরো বৈঠকখানা যার জানালা দরজা হাট করে খোলা আবার কোথাও সৃজনশীল মননের উদোম ছাদ।আর শনিবারের…

 




এক অন্যধারার সাহিত্য আাড্ডায়  "বাইফোকালিজম্"।

কথায় আছে বাঙালী যেখানে আড্ডাও সেখানে।এই আড্ডা কোথাও নিছক প্রান খোলা হাওয়ার যাতায়াত। একটুরো বৈঠকখানা যার জানালা দরজা হাট করে খোলা আবার কোথাও সৃজনশীল মননের উদোম ছাদ।আর শনিবারের আড্ডাটা ছিল এই দুই-এর সংমিশ্রণ। যতই পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠুক বাঙালী সমাজকে আড্ডা বর্জিত করে রাখা পারত পক্ষে কঠিনই নয় অসম্ভবও।তাই 'দুধের স্বাদ ঘোলে' মেটানোর মতই এই দিন আয়োজিত হল  এক অন্যধারার ভার্চুয়াল আড্ডার।

   বিভিন্ন পাঠ্য দর্শন বা শ্রুতি মাধ্যমের মতই লিটল ম্যাগাজিনের অস্তিত্বও আজ ভালো না। বারবার হোঁচট খেতে হচ্ছে এই পরিস্থিতিতে। তাই লিটল ম্যাগাজিন তার নিজস্ব গতিপথ গলি থেকে রাজপথে খুঁজে নেওয়ার চেষ্টা করে চলছে নিরন্তর। তবে কি আবার নব পর্যায়ে নব নব সাজে ও রূপে এই লিটল ম্যাগাজিন ফিরবে!

 এমনই কিছু চিরন্তনী মোচড় নিয়ে ঘুরে দাঁড়াতে ও প্রশ্নের উত্তর খুঁজতে "বাইফোকালিজম্"-র ব্যবস্থাপনায় একটি সুন্দর মত বিনিময়ের আড্ডার অনুষ্ঠান পসরা সাজিয়ে তুলেছিল।

     একটা অবসম্ভাবী অভিঘাত নিয়ে তাদের নিজস্ব পেজে আগের থেকে নির্ধারিত সময়সূচী অনুসারেই সম্পূর্ণ অনুষ্ঠানটি সংঘটিত হয়।পরিচালনায় ছিলেন "বাইফোকালিজম্"-র পক্ষ থেকে গৌতম মাহাতো।আন্তর্জাল ব্যবস্থাপনায় রেশমী জানা দাস এবং আনুষঙ্গিক  তত্ত্বাবধানে ছিলেন রাকেশ সিংহদেব। 

   পৌনে দু ঘন্টার অনুষ্ঠানটি সেজে উঠেছিল গৌতমের সাথে ঋত্বিক ত্রিপাঠীর মুখোমুখি লিটল ম্যাগাজিনের অভাব অভিযোগসহ নানান আনাচ-কানাচের আলোচনার মাধ্যমেই। সাথে ছিল কৌস্তভ গাঙ্গুলি ও ওম মাহাতো-র উন্মুক্ত গলার গান।

         উঠে এলো করোনা পরিস্থিতিতে লিটল ম্যাগাজিনের ওয়েবসাইট-র দিকে ঝোঁকের প্রাসঙ্গিকতা এবং লিটল ম্যাগাজিনের লিটল ম্যাগাজিনের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে তারই অমোঘ দর্শন। 

    মেল, হোয়াটস্ অ্যাপ ও ম্যাসেঞ্জার মাধ্যমে অভিমত জানিয়ে রেখেছিলেন আগে থেকে প্রায় ৩০০ জন কবি, সম্পাদক, লিটল ম্যাগাজিন প্রেমী। লাইভ অনুষ্ঠানটিতে তাঁরা কমেন্টের মাধ্যমেও অংশ নিলেন আারও প্রায় ২৫০ জন লিটল ম্যাগাজিন প্রেমী। তাঁরা বিভিন্ন প্রশ্নের ডালি সাজিয়ে নিয়ে অংশ নিলেন।ছিল "দেশ মানুষ" ওয়েবজিনের সম্পাদিকা কবি মিশ্র  কোরাস পত্রিকার সম্পাদক দুখানন্দ মণ্ডল,"অনন্যে অভিধা" -র সম্পাদক  অঞ্জন দাস,"শব্দ পথ" পত্রিকার সম্পাদক, প্রমূখ।এছাড়াও  ছিলেন অপর্ণা মাহাতো, কবি ভবেশ মাহাতো,

রুমা মিশ্র, শব্দরঙ,পত্রালিকা,সৈকত সাহিত্য আকাদেমি,বিপ্লব ভূঞা,অভিজিৎ মাইতি,মৃণালকান্তি,মেজবুব গায়েন, বিপুল কুমার দে,অভিজিৎ দে, গৌতম বাড়ই,পার্থপ্রতিম মাহাত সপ্তদীপা অধিকারী কবিতা সিং ঘোষ রুম্পা প্রতিহার,রুম্পা রায় প্রমুখ

      এই অতিমারীর অস্থির সময়ে লিটল ম্যাগাজিন তার অস্তিত্ব বজায় রাখতে নিজস্ব ভাব ও ভাবনার পথ বদলে নিতে নিজের শক্তির ওপরেই ভরসা রাখছে --  এমনই দৃঢ় সিদ্ধান্ত আলোচনায় দিশা পেল।