: #কবিতা-- এই মেয়ে রেটিনা দে দাস১৩/০৯/২০
এই মেয়েটা এবার একটু নিজের কথা ভাব।সংসারের সব ফাঁইফরমাস খেটেজীবন করলি রে তুই পার!
এই মেয়েটাএবার একটু নিজের কথা ভাব। সবার ইচ্ছেকে বাঁচিয়ে রেখে নিজের ইচ্ছেকে দিলি জলে কেউ কি খোঁজ রেখেছে তার!কষ…
: #কবিতা-- এই মেয়ে
রেটিনা দে দাস
১৩/০৯/২০
এই মেয়েটা
এবার একটু নিজের কথা ভাব।
সংসারের সব ফাঁইফরমাস খেটে
জীবন করলি রে তুই পার!
এই মেয়েটা
এবার একটু নিজের কথা ভাব।
সবার ইচ্ছেকে বাঁচিয়ে রেখে
নিজের ইচ্ছেকে দিলি জলে
কেউ কি খোঁজ রেখেছে তার!
কষ্ট গুলো লুকিয়ে রেখে অন্ধকারে বসে,
কেউ কি তোর খোঁজ নিয়েছে একটু ভালোবেসে?
এই মেয়ে টা
এবার একটু নিজের কথা ভাব।
বেসামাল সংসারকে সামলাতে গিয়ে
টলেছে তোর পা,
তবুও একটু ভুল করলে রে
তুই কটু কথা শুনেছিস বারংবার।
অনেকতো হলো দায়-দায়িত্ব পালন
পড়ে থাক না সংসার,
এই মেয়ে টা
এবার একটু নিজের কথা ভাব!!!!!
...............................................
: সুখের খোঁজে
রেটিনা দে দাস
১৩/০৯/২০
আচ্ছা, এ জীবনে সুখ বলে কি কিছু আছে!!!!
তবে একটু সুখ আমারও যে চাই
আচ্ছা, সুখের কি কোনো বাড়ি আছে???
যে বাড়িতে গেলে একটু সুখ পাবো।
ঠিকানা টা দেবে আমাকে
একটি বার শুধু যেতে চাই সেই বাড়িতে।
আচ্ছা, সুখ কি কোনো দোকানে বিক্রি হয়??
তবে একটু সুখ যে আমিও কিনতে চাই।
কতো মূল্য নেব সুখ কিনতে????
আমারা হাতড়ে হাতড়ে সুখ খুঁজে বেড়াই
কিন্তু এ জীবনে সুখ বলে যে কিছু নেই।।।
..............................................
: ভালোবাসা
রেটিনা দে দাস
১৩/০৯/২০
ভালোবাসা মানে অজানা এক অনুভূতি,
ভালোবাসা মানে প্রিয়ো মানুষের জন্য অপেক্ষা,
ভালোবাসা মানে মানে তার সাথে কাটানো মুহূর্ত,
ভালোবাসা মানে তার ইচ্ছে গুলোর প্রাধান্য দেওয়া,
ভালোবাসা মানে কষ্ট
যে কষ্ট যায় না দেখা।
ভালোবাসা মানে একে অপরকে বোঝা
ভালোবাসা মানে ভালোবাসাই
যা যায় না ব্যক্ত করা।।।।।