Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুনের ঘটনায় অভিযুক্ত নেতার সাক্ষ্যগ্রহন জেলা আদালতে

পাঁশকুড়া তৃণমূল নেতা কুরবান শা'র খুনের ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান সহ আট জন আসামিকে তমলুক জেলা আদালতে তোলা হলে, বিচারক আগামী 9 অক্টোবর পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ঘোষণা করেন।।
পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের মুল অভি…

 


পাঁশকুড়া তৃণমূল নেতা কুরবান শা'র খুনের ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান সহ আট জন আসামিকে তমলুক জেলা আদালতে তোলা হলে, বিচারক আগামী 9 অক্টোবর পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ঘোষণা করেন।।


পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা খুনের মুল অভিযুক্ত বিজেপি নেতা আনিসুর রহমানকে আজ পুনরায় তমলুক জেলা আদালতে তোলা হয় সাক্ষ্য গ্রহনের জন্য। ২০১৯ সালের ৭ অক্টোবর পাঁশকুড়ার মাইশোরায় নিজের অফিসে রাত ১০ টা নাগাদ কুরবান শার উপর অতর্কিত হামলা চালিয়ে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্তে নেমে পাঁশকুড়া থানার পুলিশ আনিসুর রহমান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে আনিসুর সহ মোট আট জন আসামিকে তমলুক জেলা আদালতে তোলা হয়। তমলুক জেলার বিচারক আগামী ৯ই অক্টোবর পুনরায় সাক্ষ্য গ্রহণ হবে। আনিসুর রহমান সহ আটজনকে কঠোর নিরাপত্তার মধ্যে তমলুক জেলা আদালতে তোলা হয়।