Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-লেখনি-সম্মান

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২৫বিষয় - মহালয়ার ভোর বিভাগ - কবিতা তারিখ -১২|৯|২০

মহালয়া সাইদীপা বসু 
মহাভারতের কর্ণ মৃত্যু পরে গেলেন স্বর্গে, স্বর্ণালঙ্কার দেওয়া হল অন্নের পরিবর্তে ।  বিস্মিত কর্ণ জিজ্ঞাসে দেবরাজকে , "কেন স্বর…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -২৫

বিষয় - মহালয়ার ভোর 

বিভাগ - কবিতা 

তারিখ -১২|৯|২০



মহালয়া 

সাইদীপা বসু 


মহাভারতের কর্ণ মৃত্যু পরে গেলেন স্বর্গে, 

স্বর্ণালঙ্কার দেওয়া হল অন্নের পরিবর্তে ।

 

  বিস্মিত কর্ণ জিজ্ঞাসে দেবরাজকে , 

"কেন স্বর্ণ খাদ্য হিসাবে দিলেন আমাকে? "

"স্বর্ণ দান করেছো আজীবন হে পুরুষ, 

   দাও নি জল পিতৃপুরুষে।"


স্তম্ভিত কর্ণ "পরিচয় জানালেন মাতা কুন্তী 

যুদ্ধের আগের রাতে, 

সুতপুত্র নামে পরিচিত আমি, 

প্রাণ দান কুরুক্ষেত্র রণে , 

সময় ছিল না, মোর পিতৃতর্পণে।"


দেবরাজ ইন্দ্রের আদেশে মর্ত্যে গেলেন কর্ণ

পিতৃপক্ষের অবসানে, জল দেন পিতৃপুরুষে ।

সেই রীতি আজও প্রচলিত বাঙালির ঘরে,

জলদান করে নিজ নিজ পিতৃপুরুষে ।।