সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৩বিষয়: শরতের পরশশিরোনাম: #এসেছে শরৎকলমে: মিতা দত্ত ঘোষ দস্তিদারতারিখ: ২৭/০৮/২০.
আকাশে এখনও মেঘের ঘটা ভারী,হালকায় বৃষ্টির ফোঁটা।তার ই মাঝে এসেছে শরৎনীল নীলিমায়সাদা মেঘে ভাসিয়ে ভেলা…
সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব-২৩
বিষয়: শরতের পরশ
শিরোনাম: #এসেছে শরৎ
কলমে:
মিতা দত্ত ঘোষ দস্তিদার
তারিখ: ২৭/০৮/২০.
আকাশে এখনও মেঘের ঘটা
ভারী,হালকায় বৃষ্টির ফোঁটা।
তার ই মাঝে এসেছে শরৎ
নীল নীলিমায়
সাদা মেঘে ভাসিয়ে ভেলা
শরৎ আঙিনায়।
বলছে শরৎ হেসে হেসে
হাওয়ায় চল ভেসে ভেসে
পূবের হাওয়া পশ্চিমে যায়
সূর্য ওঠে মেঘের দেশে।
সাদা ফুলের কাশ বনে
সাদা মেঘে বৃষ্টি বোনে।
সন্ধ্যা নামে সন্ধ্যাতারায়
শরৎ শশী জ্যোৎস্না স্নানে।
শুভ্র শিউলি গন্ধ ছড়ায়
হিমের চাদর অঙ্গে জড়ায়
শারদ প্রাতে রবির কিরণ
সোনালী আলোয় ভরায়।
পূজোর গন্ধে,আগমনী সুরে
শিউলি বিছানো বেলা
শরৎ পরশে সকলের মনে
আনন্দ ঘণ মেলা।
কালো দীঘির পদ্মবনে
মৌমাছির আনা গোনা
শুধু ঢাকে কাঠি পড়তে বাকি
সেই অপেক্ষায় দিন গোনা।