Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক লেখনি সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৩বিষয়-শরতের পরশ শিরোনাম-হিল্লোল কলমে-ছোটন কুমার সিংহ তারিখ ২৭-০৮-২০২০
আকাশ গাঙে নীলের মেলা লাগে ঝিলের মতো, পেঁজা তুলোর ভরা ঝুড়ি ঘুরে বেড়ায় যতো। অভিমানী শিউলি রানী শয়ন করে ঘাসে, তাই না দেখে কাশ ফুলেরা মা…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৩

বিষয়-শরতের পরশ 

শিরোনাম-হিল্লোল 

কলমে-ছোটন কুমার সিংহ 

তারিখ ২৭-০৮-২০২০


আকাশ গাঙে নীলের মেলা লাগে ঝিলের মতো, 

পেঁজা তুলোর ভরা ঝুড়ি ঘুরে বেড়ায় যতো। 

অভিমানী শিউলি রানী শয়ন করে ঘাসে, 

তাই না দেখে কাশ ফুলেরা মাথা দুলে হাসে! 

সকাল বেলা হীরক মেলা দেখি ঘাসের মাথে , 

খসে পড়ে বাড়লে বেলা কিরণ তাপের সাথে! 

শরতের ঐ পরশ মেখে নদী চলে ধীরে, 

উৎসবেরই প্রহর আসে শরৎ শিউলি ঘিরে! 

পরিযায়ী আসছে ফিরে আপন গাঁয়ের টানে,

মেরামতির চলছে যে কাজ নষ্ট হওয়া বানে। 

বাদল এখন মাদল হারা চিরিক চিরিক ঝরে, 

হঠাৎ এসে হঠাৎ পালায় নীলাকাশের ঘরে! 

চারিদিকের স্নিগ্ধ রূপে খুশির জোয়ার আসে, 

সবুজ শ্যামল বৃক্ষ সকল তৃপ্তি নিয়ে হাসে! 

চাষিরা সব ফসল তুলে ভরতে থাকে ঘরে, 

পুকুর ঝিলে কমল ফোটে শালুক শুধুই নড়ে !

নদীর জলে মাঝির দলে চলছে হুড়োহুড়ি, 

রূপোলি এক ফসল নাকি উঠছে ঝুড়ি ঝুড়ি!