Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু দুর্গার সাহিত্য পত্রিকা সাপ্তাহিক লেখনি সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৩@  @  @   @  @  @  @  @  @
বিষয়- শরতের পরশ।শিরোনামঃ-শারদীয়া ঋতু শরৎ।কলমে:-সুচিত্র গণ চৌধুরীরচনা কাল:-২৭.০৮.২০২০           ****************প্রকৃতির নিয়মে বর্ষা বিদায় নিলো,বাঙালির মন-প্রাণের ঋতু শরৎ …

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৩

@  @  @   @  @  @  @  @  @


বিষয়- শরতের পরশ।

শিরোনামঃ-শারদীয়া ঋতু শরৎ।

কলমে:-সুচিত্র গণ চৌধুরী

রচনা কাল:-২৭.০৮.২০২০

           ****************

প্রকৃতির নিয়মে বর্ষা বিদায় নিলো,

বাঙালির মন-প্রাণের ঋতু শরৎ এলো।


শরতের চোখে মুখে তন্দ্রালু ভাব,

একটুও কমেনি বর্ষার প্রভাব।


শরতের কুয়াশা ভেজা প্রভাতে-

হৃদয় নাচে শিউলি ফুলের সুবাসে।


শরতের পরশে শিউলি ফুলের নয়নাভিরাম মাখামাখি-

জুড়ায় হৃদয়,দর্শনে মুগ্ধতায় ভরে যায় দু' আঁখি।


শরতের আগমনে আনন্দের বন্যা বইছে কাশবনে,

রুপবতী সাদা মেঘের ভেলা আনন্দ জাগায় প্রাণে।


শরতের আকাশে ভাসমান সাদা মেঘের ভেলা-

নদী ধারে পুকুর পাড়ে  কাশফুল করিছে খেলা।


শরতের পরশে কাশবনে লেগেছে ঢেউ-

আয় আয় ছুটে আয় দেখবি যদি কেউ?


শরতের মোলায়েম পরশে-

মন-প্রাণে সাড়া জাগালো নিমেষে।


কাশফুলের দোলায়িত মোহিত আবেশ-

দর্শনে  শিহরন জাগায় হৃদয়ে বেশ।


বিস্তৃর্ন ধানের মাঠ কানায় কানায় পূর্ণ শস্য শ্যামলিমায়-

করুণাময়ী প্রকৃতি শরতকে সাজিয়েছে পূর্ণ মহিমায়।


শরতের প্রভাতে নীলাভ শুভ্র আকাশ-

স্মৃতিতে ভাস্বর মহালয়ার পূর্বাভাস।


মাঠে ঘাটে জনপদে বইছে আনন্দের বন্যা,

মেঘের ভেলা বয়ে নিয়ে চলেছে অবোধ আকাশ কন্যা।


শরতের পরশে পদ্ম পুকুরে কুসুমিত কমল কানন,

পূর্বাকাশ শরতের পরশে পড়েছে নীলাভ শুভ্র আবরণ।


শরতের পরশে ঘাস তৃণ গুল্ম শিশিরে করে স্নান,

ফুলের মধু মনের আনন্দে মৌমাছিরা করিছে পান।


শিউলি ফুলের সুবাস জানান দিচ্ছে এসেছে দুর্গোৎসব

সর্বত্র মায়ের আরাধনায় মেতে উঠেছে দীন দুঃখী সব।


প্রতিবারের মতো হয়তো সম্ভব হবে না মায়ের পূজার্চনা

মায়ের আরাধনায় বাধ সেধেছে প্রাণঘাতী করোনা।


নিয়ম কোনভাবেই মানে না কোন অবাঞ্ছিত অনিয়ম-

জ্যোতিষ শাস্ত্রের নিয়ম মেনেই হবে প্রতিমা আনয়ন।


পূজো মন্ডপে মন্ডপে বাজবে ঢাক,ঢোল, কাঁসর ঘন্টা,

মানুষের মহামিলনের আনন্দে ভরে উঠবে মনটা।


মহালয়ার সপ্তাহান্তে মায়ের আগমনীর সুর বাজে,

মায়ের আগমনীতে বাঙালীর হৃদয় আনন্দে নাচে।