সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৫বিষয়- মহালয়া ভোরলেখক-চিত্রদীপ ব্যানার্জীতারিখ-১১/০৯/২০২০প্রহর গুনেছি অনেক খানি সময়ের সাথে যতবয়সের ভারে নুইয়ে পড়েছে আনন্দ প্রলেপ তত। শৈশবময় ফুর্তি-কলতান ছিল যতখানিমহালয়ার প্রভাত তখন তৃষ্ণার্তে…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-২৫
বিষয়- মহালয়া ভোর
লেখক-চিত্রদীপ ব্যানার্জী
তারিখ-১১/০৯/২০২০
প্রহর গুনেছি অনেক খানি সময়ের সাথে যত
বয়সের ভারে নুইয়ে পড়েছে আনন্দ প্রলেপ তত।
শৈশবময় ফুর্তি-কলতান ছিল যতখানি
মহালয়ার প্রভাত তখন তৃষ্ণার্তের পাণি।
ভাই,বোন, দিদি মিলে সময় গুনেছি,
যে ঘড়ি টি বিলুপ্ত প্রায় অ্যালার্ম দিয়েছি।
শারদ প্রাতে শিশির বিন্দু শিউলি ফুলের শোভা
"দিগদিগন্তে" সুবাসিত হত আগমনীর প্রভা।
আকাশবাণীর সৌজন্যে সেই মাহেন্দ্রক্ষণ
সে বয়সে বালখিল্যতা ছিল ভরা মন।
তর্পণ সার্থক যে, সেই ভোরেই হয়
এসব তো ছিল না জ্ঞানে, ছিল ফুর্তি ক্রয়।
এখনও মনে যে পড়ে, সেই দিন টায়
ইস্কুল ছুটি দিতো, পড়াশোনা নাই।
দিকে দিকে বাজি,পটকা, সঙ্গে আলোর বেণু
সব টাই মনে আছে সমাহিত স্মৃতির রেণু।
আজ ও সে শরত কাল, সেই নীল আকাশ
শারদীয়ার আগমনে আছে অতীতের প্রকাশ।
সেই শৈশব আছে, আছে সেই প্রাণ
সময়ের বিবর্তনে হারিয়েছে ঘ্রাণ।
আজিকে সেই দিন টি শুধুই একটি লিভ!
আগমনী ক্ষমা দিও, এই পাপীর জীভ।।