Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

#বিভাগ-- কবিতা#শিরোনাম--"আমার প্রেমে"#কলমে--চিরদীপ দে#তারিখ--২৩/০৯/২০২০=========================প্রেম কি শুধুই পারস্পরিক প্রেম কি শুধুই শরীরময়..যে প্রেমে'তে সবুজ বাঁচেসে প্রেম তবে সত্যি নয় !!
প্রেম তো আমার ভীষণ সোজাম…

 


#বিভাগ-- কবিতা

#শিরোনাম--"আমার প্রেমে"

#কলমে--চিরদীপ দে

#তারিখ--২৩/০৯/২০২০

=========================

প্রেম কি শুধুই পারস্পরিক 

প্রেম কি শুধুই শরীরময়..

যে প্রেমে'তে সবুজ বাঁচে

সে প্রেম তবে সত্যি নয় !!


প্রেম তো আমার ভীষণ সোজা

মেঘের ছোঁয়ায় বৃষ্টি দিন..

গাছ গুলো সব কৃতজ্ঞতা'য়

শোধ করে যায় সবুজ'ঋণ ।।


প্রেম তো আমার ভীষণ আপন

আকাশ হলুদ সূর্য‍্য রোদ..

চাঁদনি রাতের স্নিগ্ধ চাঁদও

চোকায় আলোর মূল্যবোধ।।


প্রেম তো আমার ভীষণ প্রিয়

জলকে ছোঁয়া মাটির ঘ্রাণ..

প্রেমের ছোঁয়ায় স্নেহের পরশ

বীজ উদ্গমে নতুন প্রাণ।।


মাটির প্রেমেই ফুল ফোটে সব

গন্ধ ছড়ায় দ্বন্ধহীন..

ভোমরা রেণু সোহাগ মাখে

সেই প্রেমও নয় শর্তাধীন।।


সাগর জলও প্রেম কে বোঝে

তার তো প্রেমের সংজ্ঞা নীল..

নদীও খোঁজে প্রেম মোহনা 

সাগর বুকেই হয় বিলীন।।


প্রেম তো আমার পাখির কূজন

প্রজাপতির পাখার রঙ..

প্রেম তো আমার লাল ফ্রকেতে

ছোট্ট মেয়ের আদুর ঢং।।


আমার প্রেমেও স্বপ্ন থাকে

স্বার্থ'রা সব অকিঞ্চন..

আমার প্রেমের ফল্গু ধারায়

প্রেম ছুঁয়ে দেখ-"সব আপন"।।


================চিরদীপ দে 💟