সাপ্তাহিক প্রতিযোগিতা পারবো -২৫বিষয় --মহালয়ার ভোর
আগমনী মালা সেন দে ৮।৯। ২০২০
মহালয়ায় দেবী পক্ষের সূচনা , দেবীকে আহ্বান জানানো হয় ধরণীতে আগমনের জন্য । দেবীরুপী মায়ের কাছে প্রার্থনা মা তুমি জাগো , তুমি জাগো , তুমি জাগো ধন্য করো এই…
সাপ্তাহিক প্রতিযোগিতা
পারবো -২৫
বিষয় --মহালয়ার ভোর
আগমনী
মালা সেন দে
৮।৯। ২০২০
মহালয়ায় দেবী পক্ষের সূচনা ,
দেবীকে আহ্বান জানানো হয় ধরণীতে আগমনের জন্য ।
দেবীরুপী মায়ের কাছে প্রার্থনা মা তুমি জাগো ,
তুমি জাগো , তুমি জাগো ধন্য করো এই মর্ত্যবাসীকে ,
কলুষমুক্ত করো মাগো এই ধরণীতল ।
মাতৃরূপে , বুদ্ধিরূপে , শক্তিরূপে জাগাও ,
আশীর্বাদ করো প্রতিটি মানুষকে , শুভবোধ আসুক প্রানের ছোঁয়ায় !
বিনাশ করো আমাদের অসুর প্রবৃত্তিকে ।
আশ্বিনের শারদ প্রাতে শুভ মহালয়া,
মহালয়ার ভোরে দেবী দূর্গার আগমনের বার্তা ছড়িয়ে পড়ে ।
মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠে রত শঙ্খধ্বনি সহযোগে ,
মাকে আহ্বান করা হয় এই মর্ত্যলোকে ।
নদীর দুকূল ভরে সাদা কাশফুলে ,
সোনা রোদ খেলা করে ঝরা শিউলিফুলে ।
ঢাকিরা কাঠি দেয় ঢাকে ,কাঁসর ঘন্টার ধ্বনিতে ,
সেই ধ্বনি আকাশে বাতাসে হয় উচ্চারিত ।
" যা দেবী সর্বভুতেষু মাতৃরূপেণ সংস্থিতা, "
অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসানে ,
মাতৃবন্দনায় মর্ত্যবাসী হোক জাগরিত ॥
'
।