Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

|| উপসংহার || 
এক একটা রাত ডুবিয়ে দেয় ভালোবাসার স্বর্গ কে , আঁধারে ডুবতে ডুবতে মন মাঝি বলে এই বেশ আছি , কেটেছে নোঙরের রশি, এবার তুলতে হবে পাল ।যে দিকে ইচ্ছা সেদিক যাবো ; যাওয়া হয়না --একদিন জীবনের মানে ছিল ;সাজানো ছিল আগামী ---দেখত…

 


|| উপসংহার || 


এক একটা রাত ডুবিয়ে দেয় 

ভালোবাসার স্বর্গ কে , 

আঁধারে ডুবতে ডুবতে 

মন মাঝি বলে এই বেশ আছি , 

কেটেছে নোঙরের রশি, 

এবার তুলতে হবে পাল ।

যে দিকে ইচ্ছা সেদিক যাবো ; 

যাওয়া হয়না --

একদিন জীবনের মানে ছিল ;

সাজানো ছিল আগামী ---

দেখতে পেতাম তার আনন্দ নিকেতন 

তখন  অফুরান ছিল প্রাণ বায়ু ;

আজ তা বিষাক্ত ----

ফুসফুসে ধাক্কা দিয়ে বলে প্রাণ তুই বেরিয়ে যা 

রক্ত মাংসের খাঁচা থেকে , 

থাক পড়ে সব এলোমেলো ।

অপ্রাপ্তির বড় বড় দীর্ঘশ্বাস গুলো 

যেন এক একটি দূঃস্বপ্নের রাত্রি 

আচ্ছন্ন করেছে ব্যর্থ জীবন কে ।

কোথায় শেষ কেউ জানিনা 

জানি একদিন থামতে হবে ; 

কারো ও ভূমিকা হবে সুখের 

কেউ  বা  থামবে দুঃখের উপসংহারে । 

               ----------

অবনীন্দ্রনাথ দাস ।