Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

বরষা মেদুর ফাগুন 
     তনুজা চক্রবর্তী 
এখন মেঘমল্লার গাইব নাআজ শোনাব শুধুই রাগ,  মেঘ ।বৃষ্টি ভেজা বিরস দিনে কন্ঠে   আসুক নেমে , বরষা মেদুর ফাগুন ; মন চাইলে হয়তো যাবে পাওয়া। হাওয়ায় হাওয়ায় সাজানো বাগান মাতাল যখন, তখন আটকানো কি যায়? …

 


বরষা মেদুর ফাগুন 


     তনুজা চক্রবর্তী 


এখন মেঘমল্লার গাইব না

আজ শোনাব শুধুই রাগ,  মেঘ ।

বৃষ্টি ভেজা বিরস দিনে কন্ঠে   আসুক নেমে , 

বরষা মেদুর ফাগুন ;

 মন চাইলে হয়তো যাবে পাওয়া। 

হাওয়ায় হাওয়ায় সাজানো বাগান 

মাতাল যখন, 

তখন আটকানো কি যায়? 

বৈরাগী সুর গাওয়া----


আজকে আমার মেঘের বাড়ি যেতে,  হতেই পারে সাধ ;

তা বলে কি বলবি আমায় 

এমন চাওয়া অন্যায় অপরাধ!

তা না বলে বলতে পারিস,

 তোদেরও ভাগ চাই । 

তোমার সঙ্গে আমাদের নাও জুড়ে, 

চলো না সবাই একসাথে যাই উড়ে!

 

 ভাগাভাগি, বিবাদ, বিভেদ

 ভালো লাগে না আর ; 

 সবাই যেন একার থেকেও  একা ------

আর চাই না দেখতে কক্ষনো ,

মরা মায়ের আঁচল ছোঁয়া ডাক ।

কোথা থেকে কোথায় এলাম চলে,

কন্ঠে চেনা প্রতিবাদীর সুর

প্রেম যে আমার স্বপ্নালু নয়

বাস্তবে ভরপুর----