Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি সাহিত্য পত্রিকার দৈনিক লেখনি সম্মাননা

কবিতা :- অভিযোগ কলমে :- স্নিগ্ধা পন্ডিত 21/09/2020
পাড় ভাঙা নদীর বুকে কখনো সাঁতার কেটেছো? বুঝেছো কি তার ব্যাথার গভীরতা কতটুকু? 
নাকি, পৌরুষত্বের আতসে কেবলই ঢেউ গুনে যাও রজনী ভোর !জলকেলি তে নিজেই মাতো আর নিজেই হও শান্ত? 
উত্তপ্ত চাহি…

 


কবিতা :- অভিযোগ 

কলমে :- স্নিগ্ধা পন্ডিত 

21/09/2020


পাড় ভাঙা নদীর বুকে কখনো সাঁতার কেটেছো? 

বুঝেছো কি তার ব্যাথার গভীরতা কতটুকু? 


নাকি, পৌরুষত্বের আতসে কেবলই 

ঢেউ গুনে যাও রজনী ভোর !

জলকেলি তে নিজেই মাতো 

আর নিজেই হও শান্ত? 


উত্তপ্ত চাহিদা যখন শীতল হতে চায়, 

ক্ষুধার্ত লোমকূপ স্লোগান তলে.... 

চাই চাই..... 

তখন কি তন্বী নদীর অগোছালো কোমরে 

মোচড়ের ব্যাথার ঠিকানা পেয়েছো? 


হয়তো প্রয়োজন পড়েনি, 

কিংবা প্রয়োজন পড়বেনা কখনো ;


আসলে, চাহিদায় অবগাহন ছাড়া 

আর কিছুই বোঝোনা |