Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

# আমিই পারি #  -- সারস্বত 
মনে প্রানে চেয়েছিলাম --
কোন মেঘ-চোর ... আমার দেশের , আমারই প্রাপ্য বৃষ্টিকে অন্যত্র নিয়ে গিয়ে যেন ঝরিয়ে দিতে না পারে ….
তাই আমারই চেতনার রঙে পৃথিবী পেল সংক্রমণ,আমি চোখ ফেললাম রাস্তায় … পরিবহন হল বন্ধ
অন্ধতা…

 


# আমিই পারি #  -- সারস্বত 


মনে প্রানে চেয়েছিলাম --


কোন মেঘ-চোর ... আমার দেশের , আমারই প্রাপ্য বৃষ্টিকে অন্যত্র নিয়ে গিয়ে যেন ঝরিয়ে দিতে না পারে ….


তাই আমারই চেতনার রঙে পৃথিবী পেল সংক্রমণ,

আমি চোখ ফেললাম রাস্তায় … পরিবহন হল বন্ধ


অন্ধতা মার্ক যুক্ত চক্ষুষ্মান কোনদিন দেখবে না --

পীড়িত সিঁদুরে মেঘে... কি ভাবে আরোগ্য  সিঁথির শেষ প্রান্তে লেগে থাকতে পারে --

আর ইমিউনিটি হীন দুর্বলের দুর্ভোগ , কেমন করে  স্বস্তির শান্তিজল হয়ে যায় সাধের সাধনার সাধ্যে…


আমিই তো চেয়েছি , সব কল কারখানা কিছু দিন বিশ্রাম নিতে শিখুক নদীটির কথা ভেবে 

ইচ্ছে ছিল , বাতাসে অক্সিজেন ভরে দিয়ে যাব …

আর... আমার ইচ্ছে প্রকৃতি অপূর্ণ রাখতে পারেনা -- জানোই তো সে সব নিগূঢ় রহস্যের কথা …


হ্যাঁ , এত বড় বলিদান-ই নিতে পারি আমি 

যদি কোনোদিন তোমার অহংকার আমার প্রেমের তুলনায় দামী বলে ভাবো …


আমি যাকে স্বাভাবিক বলি , সহজ মনেই তাকে মেনে নিতে হয় 

নচেৎ সব জয় , পরাজয় হয়েই ঘুরবে তোমার আসে পাশে প্রেতাত্মার কান্নার মত ...


যত বড় হও , তুমি তো আর সৃষ্টির চেতনা নও 

আমি সেই চেতনার সমমেলে আছি --

এক গাছি বিদ্যুৎ হাতে , রাত ভরে বৃষ্টির রাতে …

খুব কাছাকাছি ….


© সারস্বত


210920