দৈনিক কবিতা প্রতিযোগিতা বিভাগঃ গদ্য কবিতা শিরোনামঃ- সৃষ্টি কলমেঃ- তাপস কুমার বরতারিখঃ- 23.09.2020°°°°°°°°°°°°°°°°°°°°° °°°°°°°°°° °°°°°°°°°°°°°°°°°°
সৃষ্টি তুমি কোথায় ছিলে?কেন এতো দিন,তুমি গোপনতার আড়ালে লুকিয়ে ছিলে?কেন এতো কান্…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
বিভাগঃ গদ্য কবিতা
শিরোনামঃ- সৃষ্টি
কলমেঃ- তাপস কুমার বর
তারিখঃ- 23.09.2020
°°°°°°°°°°°°°°°°°°°°° °°°°°°°°°° °°°°°°°°°°°°°°°°°°
সৃষ্টি তুমি কোথায় ছিলে?
কেন এতো দিন,
তুমি গোপনতার আড়ালে লুকিয়ে ছিলে?
কেন এতো কান্না চোখে,
সাম্রাজ্যের নির্মম অত্যাচারে?
সৃষ্টি তোমায় ওরা শিকল দিয়ে বেঁধে রেখেছে।
কতদিন ওরা আটকে রাখবে-
একদিন অত্যাচারের ক্ষমতার পতন হবে।
আজ সৃষ্টি সুখের উল্লাস!
সৃষ্টি তোমার পাশে,
আজ হাজার হাজার মানবদরদী দাঁড়িয়ে।
অত্যাচারিত সাম্রাজ্যবাদী আর কতদিন,
সৃষ্টি সুখের উল্লাস আটকে রাখবে?
যেদিন ওরা জানতে পারবে-
সৃষ্টি তোমার সত্যবাণী রূপ,
ওরা একদিন দিক-বিদিক ছড়াবে।
অত্যাচারিত সাম্রাজ্যবাদী,
পারবে সেদিন ওদের আটকাতে?
হাজার হাজার শিকল বেড়ি ছিন্ন করে-
সৃষ্টির নতুন দিগন্ত রচনা করবে।
সেদিনের সেই প্রাচীন অত্যাচারির সাম্রাজ্য,
ওরা ভেঙে গুড়িয়ে ফেলবে।
ওদের হাতে সেদিন রচিত হবে-
নবদিগন্তের নতুন সাম্রাজ্য শক্তি।
সেদিন একতার এক্যে ওরা সুর বাঁধবে,
সৃষ্টি তোমার নবদিগন্ত রচনা হবে।
অত্যাচারিত সাম্রাজ্য সেদিন তুমি পরাজিত হবে।কেন জানো-
হাজার হাজার শিকল বেড়ি,
কত যুগ যুগ ধরে সয়ে আসছে সে অত্যাচার।
আজ সৃষ্টি সুখের উল্লাস-
মানবতার জয় জয় কার।
সেদিন পারবে না কেউ ওদের আটকাতে,
শিখল বেড়ির কারারুদ্ধ ছিন্ন করে,
ওরা দাঁড়াবে-
হাজার হাজার মানবদরদী সৃষ্টির পাশে।
°°°°°°°°°