আমার আকাশ//দেবাশীষ #############
আমার আকাশটা বিভাজনে স্বপ্ন মেদুর, ভাগ করে নেওয়া বেলায়......আমার প্রতিদিনের সময় যাপন,সুখ বিলাসের আবিল অসুখ অবুঝ বেলার গল্পকার,ভালোলাগা হাত ধরে সময় গোনে,দিনদিন প্রতিদিন বদলে যায় মানুষ,আমার অবসরের…
আমার আকাশ//দেবাশীষ
#############
আমার আকাশটা বিভাজনে স্বপ্ন মেদুর,
ভাগ করে নেওয়া বেলায়......
আমার প্রতিদিনের সময় যাপন,
সুখ বিলাসের আবিল অসুখ
অবুঝ বেলার গল্পকার,
ভালোলাগা হাত ধরে সময় গোনে,
দিনদিন প্রতিদিন বদলে যায় মানুষ,
আমার অবসরের অসম দিনের গান,
ফিরিয়ে আনে আমার মুঠোসুখ।
নিজেকে চিনতে চিনতে আজো অচেনায়,
থেকে যাই এই ফুল্লরার চেনা বারান্দায়
ভোর হয়- অতিক্রান্ত হয় বয়সের গাছ পাথর,
কবে আর চিনেছি তোমায়!
আমি আমার মতো করে........জানিনা,
সুখমুখ সবটাই দেনা আর পাওনার,
আঁচল জড়িয়ে প্রত্যাশিত মুখাবয়ব
অতীতের সমকাল আজও ক্যামোফ্লেজে
ডুডু পাখিরদের নিশব্দের প্রস্থান,
অবসন্নতায় ধেয়ে আছে শরীর মন,
ভালো নেই,আমি যে ভালো নেই,
ভালো নেই চাঁপা,জুই,টগরের মখমলি ঘ্রান,
শুনতে পাচ্ছি সময়ের অশান্ত ঝড়ের প্রক্ষাপন,
দিন বদল.. আজ মেঘাচ্ছন্ন এই আকাশের রঙ
মানুষের সুখছবি হাতে স্বপ্নের ফেরিওয়ালা
বন্ধ দরজার মুখে...
রেখে যায় চুপিচুপি...আর একবার
এক আকাশ বেঁচে থাকার রঙিন স্বপ্ন ফানুস।
#############