Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

এখনো বেঁচে আছি 
মৃত্যুঞ্জয় সরকার 25/09/20
-----------------বুকের আগুন আঁচে পুড়ে পুড়ে ছাই হয় যন্ত্রনা, অভিমান ঝরে পড়ে একরাশ ঘৃণা নিয়ে বেদখল হয়ে গেছে আমার আকাশ। 
নিদারুন দাবদাহে অস্থির চারিদিক এখনও সুখ খুঁজি, দুখ হেসে  লুটায় দুয়ারে। 
ম…

 


এখনো বেঁচে আছি 


মৃত্যুঞ্জয় সরকার 

25/09/20


-----------------

বুকের আগুন আঁচে 

পুড়ে পুড়ে ছাই হয় যন্ত্রনা, অভিমান 

ঝরে পড়ে একরাশ ঘৃণা নিয়ে 

বেদখল হয়ে গেছে আমার আকাশ। 


নিদারুন দাবদাহে 

অস্থির চারিদিক 

এখনও সুখ খুঁজি, দুখ হেসে  

লুটায় দুয়ারে। 


মিছে মিছে পথ চলা 

সূর্যটা বুঝি ডুবি ডুবি 

সময়ের অট্টহাসি 

নিমপেঁচা কর্কশ স্বরে বলে, 

আগুনের হল্কা হতে চাস? 


হিসেব নিকেশের জ্যামিতিক মাপ 

পরাধীন 

পোড়া রুটি তাও অমিল 

স্বপ্নও বন্দকী আছে 

হৃদপিন্ডে ঘূণপোকা বেঁধেছে বাসা 

কোকিল কান্নায় দেশ ছেয়ে গেছে। 


বেঁচে আছি, না বাঁচার মতো 

আশার বীজ নিয়ে। 


একটু পরেই  মিছিলের স্রোতে 

আন্দোলন আছড়ে পড়বে রাস্তায়, 

বিষয়ের রকমারি থলি নিয়ে 

বাতাসে শব্দের হুঙ্কার। 


টালমাটাল পায়ে এগিয়ে চলি.. 

চোখে জেগে আছে রূঢ় বিস্ময়!

বারে বারে স্বাধীনতা খুঁজি..... 

-----------------------------------------

কপিরাইট @মৃত্যুঞ্জয় সরকার 

-----------------------------------------