Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

যাপন----- ✍ মৌমিতা চক্রবর্তী
আমিও বেঁচে আছি বৃষ্টি
ঠিক কেমন করে বলতে পারবো না। তবে আছি বেঁচে, প্রখর আলিঙ্গনে। আকন্ঠ, মত্ত,পাগল প্রায় দৈন্য বেশে। 
আমিও বেঁচে আছি বৃষ্টি
ডাস্টবিনের পুঁতি গন্ধ মেখে। অমার অন্ধ গলিতে,  চন্দ্রগ্রহণে, মাটি…

 


যাপন

----- ✍ মৌমিতা চক্রবর্তী


আমিও বেঁচে আছি বৃষ্টি


ঠিক কেমন করে বলতে পারবো না। তবে আছি বেঁচে, প্রখর আলিঙ্গনে। আকন্ঠ, মত্ত,পাগল প্রায় দৈন্য বেশে। 


আমিও বেঁচে আছি বৃষ্টি


ডাস্টবিনের পুঁতি গন্ধ মেখে। অমার অন্ধ গলিতে,  চন্দ্রগ্রহণে, মাটির উনুন, কাঠ-কয়লার পোড়া দাগে

অহর্নিশ, অন্তর্জালা, অবগুণ্ঠনে সম্ভ্রম ঢেকে। 


আমিও বেঁচে আছি বৃষ্টি


ঠিক তোমার মতো হয়তো নয়, তবে আছি বেঁচে।সিগারেটের মতো ধিকিধিকি গাত্রদাহে, নেড়ি কুকুরের প্রভু ভক্তি উদরে, লক্ষ, সহস্র, অযুত দ্রোহে। 

----------------