Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

পরাজয়কুমকুম চৌধুরী
গভীরতা খুঁজছে প্রেমিক কোন নির্জন দুপুরবেলাবুকের ভিতর ধাপ কেটে ঢুকছেহাঁপিয়ে গিয়ে তলপেটে শুয়ে ধুঁকছেবড় বিস্ময়!বড় নিবিড় সময়ে বড় গভীর ষড়যন্ত্র।বহুকাল আগে কয়েকশত আদম খুঁজে গেছে নারী শরীরের নাব্যতা,তল দেশের গভীরতা মেপ…

 


পরাজয়

কুমকুম চৌধুরী


গভীরতা খুঁজছে প্রেমিক কোন নির্জন দুপুরবেলা

বুকের ভিতর ধাপ কেটে ঢুকছে

হাঁপিয়ে গিয়ে তলপেটে শুয়ে ধুঁকছে

বড় বিস্ময়!

বড় নিবিড় সময়ে বড় গভীর ষড়যন্ত্র।

বহুকাল আগে কয়েকশত আদম 

খুঁজে গেছে নারী শরীরের নাব্যতা,

তল দেশের গভীরতা মেপেছে ইঞ্চি ধরে

কি বুঝেছে জানা নেই!!

তবে তার দুর্গমতা টের পেয়েছে পায়ে পায়ে।

পাহাড়ের বুক চিরে পাইন ফারের জঙ্গল,

বুকের জমি জুড়ে মাইল ব্যাপী মরুভূমি,

সমযের পালে নোনতা জলরাশির ঢেউ,

আকাশ কখনো লালচে,কখনো নীলচে

এসব পার করা এত সহজ?

শবদেহ কাঁধে আদমের স্বর্গ যাত্রা

গোলাপ যুদ্ধে তার জয়ী হওয়া হয়নি কোনদিনই

তবু কেন নিজেকে বিজয়ী ভাবে শবদেহ মাড়িয়ে!!