Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-পাক্ষিক-অনু-গল্পের-সেরা-সম্মাননা

পাক্ষিক অনুগল্প প্রতিযোগিতা পর্ব ২গল্প :- ভুল ঠিকানাকলমে :- লক্ষ্মীকান্ত দাস ০৬.০৯.২০২০.
নিজের অবিবাহিত দিদি রেজিনার ডায়েরি থেকে একটা নাম খুঁজে পেয়েছিল সাদেক । সাদেক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী , বাড়ি গাড়ি , টাকা পয়সা , স্ত্রী পুত্র …

 


পাক্ষিক অনুগল্প প্রতিযোগিতা পর্ব ২

গল্প :- ভুল ঠিকানা

কলমে :- লক্ষ্মীকান্ত দাস 

০৬.০৯.২০২০.


নিজের অবিবাহিত দিদি রেজিনার ডায়েরি থেকে একটা নাম খুঁজে পেয়েছিল সাদেক । সাদেক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী , বাড়ি গাড়ি , টাকা পয়সা , স্ত্রী পুত্র সবই আছে , সচ্ছল পরিবার , সামাজিক নাম ডাক প্রতিপত্তি সবই আছে , কিন্তু তার ভেতরের একটা স্বত্বা কিন্তু হারিয়ে গেছে , যার অভাব এখনো মাঝরাতে তাকে তাড়িয়ে বেড়ায় । দিদি রেজিনার ঘরে মাঝরাতে ছুটে যায় , খুব অস্থির লাগে তখন তাকে , একটা হারিয়ে যাওয়া নাম শকুন্তলা , কবি সাদেকের জীবনের প্রথম প্রেম , পরিণতি বিয়োগান্ত , কিন্তু কে জানতো , এই বিয়োগান্ত অন্তহীন , আদি থেকে অনাদিতে বিস্তৃত শিকড় তার , সমাজবিজ্ঞান কোনো রসায়নের আবিষ্কার দিয়ে তার হদিস পাবেনা , সৃষ্টির অনেক গোপন খেলা অনেক সত্যকে জানতে দেয়নি ,জ্ঞানপিপাসু মানুষের নির্বুদ্ধিতাকে , সাদেক শকুন্তলাকে ভালো বেসেছিলো মনের খেয়ালে , যা কোনো অপরাধ নয় , তবু সামর্থ্যের অভাবে ,সমাজকে অতিক্রম করতে পারেনি , তাই সে কাহিনীর মুখ্য চরিত্র হয়ে বেঁচে আছে , আর নায়িকা সাহসী অতিক্রম করেও অমর হয়েও বেঁচে নেই পরিণতি দেখবার জন্য । দিদি রেজিনা ধর্মপ্রানা নার্স হলেও চিরকাল তার আল্লাহর কাছে প্রার্থনা করেছে , দিশা মেয়েটা যেন বেঁচে থাকে ও বড় হয়ে উঠতে পারে । অথচ এই দিশা রঞ্জয় ও সুকন্যার মেয়ে , এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডির ছাত্রী, সুশীল , সুন্দরী ,কৃতি নারী , যার ভেতরে কোথাও কাব্যিক বিকৃতির অস্তিত্ত্ব নেই , একেবারে ক্যারিয়ার ওরিয়েন্টেড , বাস্তববাদী, ঘরোয়া মেয়ে । একদিন সাদেকের সঙ্গে মেয়েটার দেখাও হয়েছিল , কলকাতা দুর্গাপুর সিটিসি বাসে , দেখেই কেমন যেন মনটা উদাস লেগেছিল , নামটা শুনে চমকে গিয়েছিলো , আচমকা ঠিকানাটা চেয়েছিল , কিন্তু দিশা যথার্থই বদ মতলবি কেউ ভেবে ঠিকানাটা দিয়েছিল ভুল , আর এই ভুল ঠিকানাকে সম্বল করেই , একদিন সাদেক বেরিয়ে পড়ল নিজের সচ্ছল ঘর ছেড়ে , নিজের অস্তিত্বের সন্ধানে , পৃথিবীর লুকোনো সত্যের সন্ধানে , মানুষের পরিচয়টাই কি মানুষের আসল পরিচয়  , না আসলটা অন্য কিছু , কিন্তু হৃদয়ের কোনে আচমকা জেগে উঠা মোচড়টা কি কাব্যিক , নাকি অন্য অনুরণন , কিসের জন্য রোদ ঝলমলে আকাশের গায়ে আচমকা মেঘের ঘনঘটা হয় । সাদেক এই ভুল ঠিকানাটা , কিছু বখাটে রকের ছেলেদের জিজ্ঞেস করলে তারাও তাকে মজা করার জন্য দিশার বাড়ির রাস্তা দেখিয়ে দিয়েছিল , 

দরজা খুলতেই চমকে গেল দিশা , কে আপনি , কি করে এখানে পৌঁছে গেলেন ।