Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-পাক্ষিক-অনু-গল্পের-সেরা-সম্মাননা

(পাক্ষিক অনুগল্পের প্রতিযোগিতা পর্ব = ২)শিরোনাম = কাউন্সেলিং     কলমে =আশা সরকার      তারিখ = ০৭।০৯।২০
আজ অতসী প্রথম কাউন্সেলিং খোলা আকাশের মত মনটা যার সারা জগৎ কে যে এক নিমিষেই  আপন করতে পারে, সেই অতসী? ডাক্তারের চেম্বারে কোন কথা…

 


(পাক্ষিক অনুগল্পের প্রতিযোগিতা পর্ব = ২)

শিরোনাম = কাউন্সেলিং 

    কলমে =আশা সরকার 

     তারিখ = ০৭।০৯।২০


আজ অতসী প্রথম কাউন্সেলিং 

খোলা আকাশের মত মনটা যার 

সারা জগৎ কে যে এক নিমিষেই 

 আপন করতে পারে, সেই অতসী? 

ডাক্তারের চেম্বারে কোন কথা নেই 

শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে 

ডাক্তার বাবু অতসীর স্বামী কাছে সব শুনে 

অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন 

                    অতসীর দিকে ,,,,,,,,,,,

কিন্তু অতসী নির্লিপ্ত,চোখে যেন বান ডেকেছে। 

ডাক্তার বাবু  অতসীর ফোন টা চাইলেন

অতসী এগিয়ে দিলো ফোন টা ,,,,,,,,

ডাক্তার বাবু বললেন বাঃ দারুণ লেখ? 

মেয়েদের নিয়ে কাজ করে এত সময় 

পাও কি করে? অতসী চুপ শুধু চোখের জল 

ডাক্তার বাবু নিশ্চুপ তাকিয়ে থাকেন। 


একটা সময়ে অতসী ফোন টার দিকে হাত বাড়ায় 

ডাক্তার বাবু জনতে চান কি করবে ফোন নিয়ে ?

এতক্ষণ পর একটাই কথা ফোন আসবে 

               কার ফোন আসবে ?

      কোন উত্তর পাননি ডাক্তার বাবু 

         আচ্ছা কথা বলতে হবে না 

যদি বলি এই মুহুর্তে কি লিখতে ইচ্ছা করছে? 

একটা কাগজ আর পেন টা এগিয়ে দিলেন

     অতসী শুধু লিখল ,,, তোমার বসন্ত 

          আমারি রক্তে রাঙানো পলাশ।।


অতসীর স্বামী কে ডেকে বললেন বাড়ি নিয়ে যান

ওনার নিজের জগতে ফিরে যেতে দিন  ,,,,,,,,,,

কোন ঔষধ দেবার নেই,পারলে আর 

            একবার নিয়ে আসবেন।