Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -24
বিষয় :পথ হারিয়ে বিভাগ :কবিতা 
ইচ্ছেডানা 
মৃত্যুঞ্জয় সরকার 
15/09/20-----------------------
ইচ্ছে হয় তোকেই কাছে পেতে নিরিবিলি, দু দণ্ড,মনের কথা কই ছিলো তো সবই ঠিক ঠাক আমিই হবো, তোর রাঙা বউ.. 
হলো কই দুজনের…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -24


বিষয় :পথ হারিয়ে 

বিভাগ :কবিতা 


ইচ্ছেডানা 


মৃত্যুঞ্জয় সরকার 


15/09/20

-----------------------


ইচ্ছে হয় তোকেই কাছে পেতে 

নিরিবিলি, দু দণ্ড,মনের কথা কই 

ছিলো তো সবই ঠিক ঠাক 

আমিই হবো, তোর রাঙা বউ.. 


হলো কই দুজনের দু মেরুতে বাস 

জীবন ভোর শুধুই হা হুতাশ। 


হঠাৎ যদি এমন হতো 

সেই পোষালী মেলা, ছাতিম তলা  

পথ হারিয়ে, মেতে উঠতাম, রবি ঠাকুরের গানে, ভুবন ডাঙার মাঠে।  


তুইও কেমন লাজুক ভাবে, ঠোট তুফানে ঝড় তুলতিস 

উলুথুলু সেই বেশ, গহীন মনের তাপে 

ভেসে যেতাম, আজান দেশের পথে... 


অভিজ্যাতের বেরাটোপে পথ যে গেলো বেঁকে 

কান্না বুকে,হয়ে গেলাম,অন্য কারো বউ 

পাথর বুকে,তুইও হলি, নতুন কারো বড়। 


বিদায় বেলা মনের মাঝে যৌবনা ঢেউ ওঠে 

দেখতে বড়ো ইচ্ছে জাগে 

বরফ নদী,মেঘ মল্লার নাচ,গানের তালে দৌরাত্মি, পদ্মদীঘির ঘাট। 


বিষন্ন এই হৃদ মাঝারে তোরই আনাগোনা 

কে যাবে প্রথমে কেইবা তার পরে 

ভেবে ভেবেই কাটলো আলোকবর্ষ পথ 

সামনে খালি ভেসে বেড়ায় চতুর্দোলা রথ। 


ইচ্ছে হয় একই সাথে পথ হারিয়ে যাই 

ইচ্ছে হয় একই সাথে নতুন জীবন পাই 

ইচ্ছে হয় আবার তোকে হৃদ মাঝারে রাখি 

ইচ্ছে হয় তোকে নিয়েই পুতুল খেলা খেলি। 

-------------------------------------------------

কপিরাইট @2020 মৃত্যুঞ্জয় সরকার 

-------------------------------------------------