Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-সাপ্তাহিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা~২৪বিষয়~পথ হারিয়েবিভাগ~কবিতা১৫-৯-২০২০

শিরোনাম  •আমিও পথের মতো হারিয়ে যাবো•অজয় কুমার দত্তআজ বুঝেছি হেমন্ত কেন হারিয়েছিলেন পথপথের মাঝে ছুটছে সোজা আমার জীবনরথ। আমিও পথের মতো হারিয়ে যেতেই চাইএগিয়ে চলার নেশায় মা…

 


সাপ্তাহিক প্রতিযোগিতা~২৪

বিষয়~পথ হারিয়ে

বিভাগ~কবিতা

১৫-৯-২০২০



শিরোনাম  

•আমিও পথের মতো হারিয়ে যাবো•

অজয় কুমার দত্ত

                     

আজ বুঝেছি হেমন্ত কেন হারিয়েছিলেন পথ

পথের মাঝে ছুটছে সোজা আমার জীবনরথ। 

আমিও পথের মতো হারিয়ে যেতেই চাই

এগিয়ে চলার নেশায় মাতাল হয়েছে এ মনটাই।


দূরটা যখন হয় যে নিকট তাকাই পেছন পানে

যা ছিল নিকট ক্ষণিক আগে নাই দেখা তার সনে!

সামনের পথ মল্লার রাগে গাইছে প্রাণের গান

‘ওহে নবাগত তুমি স্বাগত--পেয়েছ পথের ঘ্রাণ


এ ঘ্রাণ যার অন্তরে বহে তার তো মুক্তি নাই’

কি আছে শেষে পথের উদ্দেশে আরো এগিয়ে যাই! 

এ এক নেশায় মাতাল হয়ে ভুলি সংসার সহবত-

আজ বুঝেছি হেমন্ত কেন হারিয়েছিলেন পথ!