Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

আগুন আঁচে ঋদ্ধ হই 
মৃত্যুঞ্জয় সরকার 
রচনা কাল তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি 
14/09/20 ------------------------------------------------------
সৌজন্যের মোড়কে আর কতো সাজিয়ে রাখবে  তোমার ফলিত কৃত্রিম অনুরাগ  স্তরে স্তরে অলীক সাজানো সভ্যতা …




আগুন আঁচে ঋদ্ধ হই 

মৃত্যুঞ্জয় সরকার 

রচনা কাল তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি 

14/09/20
------------------------------------------------------

সৌজন্যের মোড়কে আর কতো সাজিয়ে রাখবে 
তোমার ফলিত কৃত্রিম অনুরাগ 
স্তরে স্তরে অলীক সাজানো সভ্যতা প্রেমে 
কি হবে নিষ্ফল আখ্যান উপন্যাসের.. 

ষড়যন্তের দীপশিখা জ্বালিয়েছো বার বার 
অবুঝ মনে খাদ্যের ঘ্রাণে নব জন্ম হয়েছে 
বক্ররেখায় হিংস্র মানবতা বিষ শ্বাস ছড়িয়েছে 
আমি থেকে গেছি ভ্রষ্ট মায়াজালে... 

ইচ্ছে হয় প্রেমজ অগ্নি শিখা হতে 
ইচ্ছে হয় সোনালী অঙ্কুরিত বীজ হতে 
ইচ্ছে হয় রূদ্র ভৈরব বরাভয় হতে 
ইচ্ছে হয় বনজ প্রাগৈতিহাসিক রুক্ষ যৌবন পেতে.. 

মিছিলের লোলুপ সারির ভিড়ে 
হারানো মন কি খুঁজে পাওয়া যায় 
আতস বাজির জলসাঘরে কি হবে ঘৃণিত মধুমাসে 
ইচ্ছে হলে এসো এখনো সংসার তোমারই আছে... 

এসো শ্রাবণ ধারায় মলিনতা ধুয়ে যাক 
ধুয়ে যাক পুঞ্জিত আছে যতো গ্লানি 
নতুন প্রাণশক্তিতে প্রাণবন্ত হয়ে ওঠো 
চুপিসারে আজ আগুন আঁচে ঋদ্ধ হই.. 
-----------------------------------------------
 সর্বস্বত্ব লেখক এর নিজস্ব
-------------------------------------=-----------