Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

কবিতার নাম- "রাখি"  কলমে - রুনা মুখার্জী২/৯/২০২০
দাদা দেখ, তোদের জন্য আমি রাত তিনটের ফ্লাইটে চলে এসেছি একাই। ট্রেনের অপেক্ষা করিনি। আগের বছর তোদেরকে রাখি পরায় নি বলে শুনেছিলাম সারাদিন তোরা মন খারাপ করে বসেছিলে। আমাকে ফো…

 


কবিতার নাম- "রাখি"

  কলমে - রুনা মুখার্জী

২/৯/২০২০


দাদা দেখ, তোদের জন্য আমি রাত তিনটের ফ্লাইটে চলে এসেছি একাই। 

ট্রেনের অপেক্ষা করিনি। 

আগের বছর তোদেরকে রাখি পরায় নি বলে শুনেছিলাম সারাদিন তোরা মন খারাপ করে বসেছিলে। 

আমাকে ফোনে বলেছিলি বোন পরেরবার তুই না এলে আমাদের খুব কষ্ট হবে, 

তাই সব বাধাকে অতিক্রম করে চলে এলাম তোদের কাছে।

 তোদের  পছন্দের সেই গোলাপি   আর নীল রাখি দুটো এনেছি।

 তোদের হাত দুটো দে না দাদা। 

খুব সুন্দর লাগছে তোদের হাত দুটো রাখি পড়ে।

 এবার আমার পাওনাটা দে। 

না ছোটবেলার মতো মজা করে এক টাকা আমি নেব না। 

আমার একটা সুন্দর পেন চাই,

 যেটা দিয়ে তোদেরকে নিয়ে রাখির একটা সুন্দর কবিতা লিখবো।

 দাদা প্রনাম করলাম কি আশীর্বাদ দিলি?

বললা দাদা ছোটবেলার মতো কেন আমার পিছনে লাগছিস। 

এ্যাই দাদা কোথায় তোরা? 

কেন দেখতে পাচ্ছি না তোদের! আস্তে আস্তে চোখের পাতা দুটো খুলে গেল।

তাকিয়ে দেখি দাদাদের আদরের বোন টা এবারও পরিস্থিতির চাপে তার সংসারের সাজানো বিছানায় শুয়ে আছে। 

ঘটনাটা ছিল শুধুমাত্র একটা সুস্বপ্ন। 

যখন হুঁস ফিরল তখন চোখ পরল কাল রাত্রে দাদাদের উদ্দেশ্যে ড্রেসিং টেবিলের উপর রাখা রাখি দুটোর উপর। 

নিজের অজান্তেই বেরিয়ে এলো কয়েকটা কথা ।

দাদা এবারও তোদের কথা রাখতে পারলাম না । 

তোরা মন খারাপ করিস না।

 পরেরবার ঠিক তোদের কাছে গিয়ে রাখি পরিয়ে আসবো, 

না হলে তোরা চলে আসবি আমার কাছে।  

আমিও মন খারাপ করছি না।