Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা #বিভাগঃ- পদ্য কবিতা শিরোনামঃ- প্রথম কদম           মনোজ ভৌমিক তারিখঃ- ০২।০৯।২০২০
আজ গোধূলির রঙটা দেখি ঈশান কোণে!যুদ্ধ সাজে সাজছে কারা যেন আপন মনে!! মন্দ হাওয়ায় দ্বন্দ্ব কথা কে শুনছে ওরে! দিগন্তটা যেন জাগছে আজ ঘুমে…

 


দৈনিক প্রতিযোগিতা #

বিভাগঃ- পদ্য কবিতা 

শিরোনামঃ- প্রথম কদম

           মনোজ ভৌমিক 

তারিখঃ- ০২।০৯।২০২০


আজ গোধূলির রঙটা দেখি ঈশান কোণে!

যুদ্ধ সাজে সাজছে কারা যেন আপন মনে!! 

মন্দ হাওয়ায় দ্বন্দ্ব কথা কে শুনছে ওরে! 

দিগন্তটা যেন জাগছে আজ ঘুমের ঘোরে!! 


ঘরছাড়া ওই মেঘগুলো সব হচ্ছে জমা, 

বলছে ওরাই, হাওয়া তোদের গন্ধ থামা। 

তারপরেতেই যুদ্ধ শুরু কার সাথে কার! 

পিনাকপাণির খুললো জটা দিয়ে হুংকার !!


হঠাৎ কেন মনের কোণে তুই উঠলি জেগে! 

সেদিন ছিলি ঐ চৌধুরীদের আমের বাগে।

আমার পানে দেখলি কিনা সে বুঝবেটা কে! 

তোকেই আমি রেখেছি খেয়াল দূরের থেকে। 


বৈশাখী মেঘ ছুটছিলো তোর বুকের মাঝে! 

ধেনুর সাথে ফিরতে হবে ঐ প্রলয় সাঁঝে!! 

শ্রীমুখ তোর ঝলকে ওঠে বিজলী আলোয়!

হৃদয় যেন উঠলো নেচে মনের কালোয়!! 


থমকে দাঁড়াই চমকে উঠি, করছিটা কী! 

হঠাৎ করেই দিলাম পুকার,আসবি নাকি!! 

তারপরেতে দৌড় শুরু সেই  ময়না মাঠে,

বৃষ্টি ভেজা প্রথম কদম দীপ্ত স্মৃতিপটে।