গোপন কথা। সুগত খাসনবিশ। 17/09/2020
আমায় যদি দেখতে পেতে তুমি বাড়িয়ে দিতে তোমার দুটি হাত, কিনু গোয়ালার গলির পাশে আমি দাঁড়িয়ে ছিলেম কালকে সারারাত।
যখন ছিলেম শিমুলতলায় একা পড়লো মনে তোমার গানের কলি, তুমি তখন হৃদয়আকাশ জুড়ে, ব্যস্ত ছিলে সারতে কথ…
গোপন কথা।
সুগত খাসনবিশ।
17/09/2020
আমায় যদি দেখতে পেতে তুমি
বাড়িয়ে দিতে তোমার দুটি হাত,
কিনু গোয়ালার গলির পাশে আমি
দাঁড়িয়ে ছিলেম কালকে সারারাত।
যখন ছিলেম শিমুলতলায় একা
পড়লো মনে তোমার গানের কলি,
তুমি তখন হৃদয়আকাশ জুড়ে,
ব্যস্ত ছিলে সারতে কথাকলি!
একটা দুটো কথার পরে কথা
এগোয় না আর মৌনতা হয় জারি,
ভীড়ের মাঝে তোমার ছবি ভাসে
কোন সুদূরে হঠাৎ দিলে পাড়ি।
মেঘভাঙা জল প্রবল ধারায় এলো
ভাসিয়ে দিলো আমার ঘরবাড়ি,
আমি তখন নিজের মনে একা
গুনগুনিয়ে জলের নামতা পড়ি।
আকাশকুসুম চিন্তার দল এসে
মনের কোণায় নিচ্ছে তাদের ঠাঁই,
জীবন জুড়ে যাদের আসন পাতা
তারাই কেন বলছে তবে যাই!
কথার পিঠে সাজিয়ে নিয়ে কথা
বলে গেলেম সারা বিকেল জুড়ে,
অনেকদিনের না বলা কথা খানি
রইলো গোপন হৃদয় অন্তঃপুরে।