Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

খোলা পথশৈবাল সরকার01/09/2020
অচেনা স্রোতের মত অশরীরী ভাবনা গুলো কি যেন আকৃতি নিয়ে পাকিয়ে উঠে,নিরবধি উত্তাল আনন্দ নয় শুধু,নীল বেদনার আছে সাগর ধুধু।কঠিন চুম্বনে আঁকড়ে ধরে জীবন,জলপ্রপাতের গভীর পতন সম্মুখে।মায়াবী নীরব শান্তি শীতল বন্ধ…

 


খোলা পথ

শৈবাল সরকার

01/09/2020


অচেনা স্রোতের মত অশরীরী ভাবনা গুলো কি যেন আকৃতি নিয়ে পাকিয়ে উঠে,

নিরবধি উত্তাল আনন্দ নয় শুধু,

নীল বেদনার আছে সাগর ধুধু।

কঠিন চুম্বনে আঁকড়ে ধরে জীবন,

জলপ্রপাতের গভীর পতন সম্মুখে।

মায়াবী নীরব শান্তি শীতল বন্ধন,

স্পর্শ অন্তর জগতে জগতে।

আঁচলে তুমি আগলে রাখো যাপন,

সখা আপন আদর রঞ্জনে।

সংজ্ঞা খুঁজে পাবে না,ঠিক কি  নাম হয় এই বয়ে যাওয়া সময়ের।

সংঘর্ষ জনিত বল বৃদ্ধি অথবা শক্তিক্ষয়,

অভিনব শাখা সুত্র নিত্য মিটিয়ে যায় আবিষ্কারের নেশা সকল।

অনাগত দিনের অজানা তীব্রতা সুখ,

মুকুলে বুলিয়ে দেয় হাত পূর্ণতা ভরিয়ে দেয় বুক।

পালকের মত ঝরে পড়ে কথা,

নতুনের আগমন খোলা  পথ  উত্‍সুক।