Eroded wavesMalvika Majumdar
After walking for a while, all the erosion of the waves gathered on the deck.A lot of space is actually close Carries the signal of conflict.A little break then the need to cross the opposite path agai…
Eroded waves
Malvika Majumdar
After walking for a while, all the erosion of the waves gathered on the deck.
A lot of space is actually close Carries the signal of conflict.
A little break then the need to cross the opposite path again.
Then there are many words in the speculation of the round table of the ego objection fear rule.
With the likes of oneself, the likes of others gradually become loose under the weight of the subject.
Those that were forgotten in the whirlpool of responsibility, want to go back to the pain of being lost
The days of not knowing much while searching are seen in the sky with open hair in the sound of the bangles of the hand that match the color of the rainbow.
The ribs of the flower kept in the fold of the diary are broken and the fossils of aspiration remain.
In the smoke of the sky, the art of childhood is covered with time.
Darkness awakens in the final attempt to resurrect the lost entity by removing the changed ones.
The luster of the furniture gradually diminishes in the way of vision.
Laminated photos of the drawing room stand with memories of the time on their shoulders.
Adding a new name to the nameplate causes a layer of dust to accumulate.
The coil of faint haze on the glass of the window made a permanent home.
He stopped cutting his watch and took refuge in the list of abandoned old men.
The letter of love is replaced by the number of notes in the daily calculation.
Valuable documents are hidden in the secret drawers of designer jewelry boxes.
There are some tips around the mirror,
A few mornings afternoon after nightfall
The body is tired of touching time.
The body breaks down in the balance of the instrument called the body and the pain.
I want to become exceptional again in the navigability of insight.
Infinite leisure in the skeleton of existence under the accusation of arrogance in the rented room of the skull, the mercury of the exact measure of error is not known
************
মুঠো মেঘ
মালবিকা মজুমদার
তাং-০১/০৯/২০২০
-------***-------***-----
আউসের চিকন সোনালি সপ্তক সংলাপে
মুঠো মেঘ করছে স্নান
চোখের পাতা ভিজতো আগ্রাসী কথায়
ছেড়া প্রেমের অভিজ্ঞান।
সন্ধ্যা গড়ালে স্মৃতির পিউন রাখতো
উলম্ব এক দীর্ঘ রাত।
মুক্তোর মতো ছিটিয়ে আলাপী ক্ষণে
অনন্ত মুক্তির আস্বাদ।
আঁকড়ে ধরা কলম লিখছে বিগত সময়ের
বিস্মৃতির স্বরলিপি।
অক্ষর নেশা ঘর করে আছে আয়ুর ঘরে
খরস্রোতা মিসিসিপি।
ভীষণ বর্ষা ক্লান্ত দুপুর আশ্বাস স্রোতে ভাসে
রুক্ষ দিনযাপনের কথা
ঘড়ির কাটা মানছে হার অযুক্তির চক্রবূহে
ঘুরছে সময়ের যাঁতা
নির্বাসিত পেলব খুশি ভুলেছি দিনলিপির
ধূসর ছেড়া পাতা।
আবার যদি নিলাম হয় রাজপথে মুক্তির,
কিনবো বকেয়া বার্তা।
****************
মৃত্যু ফাঁদ
মালবিকা মজুমদার
------------****-----------
স্ট্যাটাসের নামে মেকি আভিজাত্যের চোরকুঠুরিতে অস্পষ্ট আলোর ম্যয়েফিল সাজে।
রঙিন জলের ফোয়ারায় কুশিক্ষার কন্দমূলে ছড়ায় শরীরী কামনার কলঙ্কের রাত।
শাসকের শিরোস্ত্রাণ পড়ে হায়নারা অন্ধকারে শিকার ধরে আবেগের বড়শিতে।
কচি নরম মাংসের লোভে কাজের ফাঁদ পেতে রাখে ভালোবাসার চারা ফেলে।
চাকচিক্য ভরা আলো ঝলমলে দুনিয়ায় বহিরাগত অপটু অনভিজ্ঞরা টোপ গিললে।
জীবনে প্রতিষ্ঠিত করার মিথ্যা প্রলভনের পণরিকল্পনা ধাপে ধাপে এগিয়ে যায়,
শরীর লোভী কামুকরা দাঁত নখ বার করে সম্ভোগের খেলায় মাততে চায়।
শিকারের উপর শুরু হয় মানসিক ভাবে বিকলাঙ্গ করার গেম প্ল্যান।
বিনোদনের ব্যপারীরা গ্রহনযোগ্যতা বুঝে লাভের অঙ্ক বাড়াতে রিলে নগ্নতা দেখায়।
আট থেকে আশির হাতে স্মার্ট স্ক্রিনে সহজলভ্য হয় কুরুচিপূর্ণ ফসল।
সমাজ সংস্কৃতিকে টেনে ফুটপাতে নামিয়ে আনে কমার্শিয়াল আর আর্ট এর নামে ।
আয়ের অঙ্ক ফুলে ফেঁপে আকাশ ছুঁলে কড়ির জোরে কিনে রাখে আইন।
পরজীবী দুর্নীতিপরায়ণ ভ্রষ্ট চারারা অন্ধকার দুনিয়ায় চরম সীমায় পৌছে যায় ।
কামনা চরিতার্থ করতে সেলিব্রেশনের নামে কোন এক দিন অরাজি শিকারকে জোর করে ক্ষত বিক্ষত করে খায় সদলবলে।
একনায়কতন্ত্রের দম্ভের প্রলেপে বাড়বাড়ন্ত বড় বেশি বেপরোয়া জঞ্জাল চারা গুলো।
ন্যায় অন্যায় জ্ঞানহীন কীট পরজীবী রক্তচুষে খায় জলজ্যান্ত মৃন্ময়ীদের।
বেশি কাছে যাওয়া সূর্যের আঁচে পুড়ে যায় সদ্য ফোটা জীবনের দিশা।
মানুষের জীবন নিয়ে পুতুল খেলার আনন্দে মাতে,
ভোগীর দল।
শেষ নিশ্বাস আটকে ছুড়ে ফেলে দেয় অনায়াসে
মৃত্যুর মুখে।
মানুষরূপী হায়নার দল এমন করেই কলুষিত করে কুরে কুরে খায় সমাজেকে
সাধারণ অতিমরিতে অবসর যাপন আর ছোট বাক্সের পর্দায় নিত্য নুতুন রেসিপি শিখছে ।
এতবড় উপমহাদেশের কোথায় কী হচ্ছে সে নিয়ে মাথাব্যথা করা কী সাজে ?
মানুষ এখন আত্মকেন্দ্রিকতার চরম কেন্দ্র বিন্দুতে পৌছে গিয়েছে।
মনে হয় শিকেয় তোলা বিদ্যে বুদ্ধি চিন্তা চেতনা ও স্যানিটাইজ করা খুব প্রয়োজন।