ফেরা
রাত গভীর হয়;শুনতে পাই ঘাসের বুকের ওপরশিশিরের টুপটাপ ঝরে পড়ার শব্দ,যে শব্দে মিশে থাকেতোমার নিঃশ্বাসের উত্থান-পতন।তুমিও কি আমার মতোইবিনিদ্র রজনী যাপন করছো!নিশাচর এক তীক্ষ্ণ চিৎকারেরাতের নৈঃশব্দ ভাঙলো,হাহাকারের মতো কানে বাজলো…
ফেরা
রাত গভীর হয়;
শুনতে পাই ঘাসের বুকের ওপর
শিশিরের টুপটাপ ঝরে পড়ার শব্দ,
যে শব্দে মিশে থাকে
তোমার নিঃশ্বাসের উত্থান-পতন।
তুমিও কি আমার মতোই
বিনিদ্র রজনী যাপন করছো!
নিশাচর এক তীক্ষ্ণ চিৎকারে
রাতের নৈঃশব্দ ভাঙলো,
হাহাকারের মতো কানে বাজলো।
সে ও কী একাকীত্বের যন্ত্রণায় ভোগে !!
দূরে কোথাও
শকুনের বাচ্চা কেঁদে উঠলো
অবিকল শিশুর কান্না।
গত দু'দিন অমানুষিক পরিশ্রম গেছে,
প্রতিটি ওয়ার্ডে ছোটাছুটি করতে হয়েছে।
হাসপাতালে কাজের মানুষ
ক্রমশ কমছে।
আজ রাতে
কিছুক্ষণের বিশ্রাম ধার্য হয়েছে।
নিদ্রাদেবীও বিদ্রোহ ঘোষণা করেছেন,
ঘুম নেই চোখে
তোমার কথা ভাবছি বসে;
তুমি ও তো আমার মতোই ঘুমহীন।
আমাকেই ভাবছো।
জানি না,
আর কতদিন চলবে এভাবে?
প্রতিনিয়ত মৃত্যুর হানা।
কাঁদতে ভুলে গেছি।
আজকাল কাউকে সান্ত্বনা দিই না।
মনকে করেছি কঠোর।
বিষাক্ত এই সময়ের হাত থেকে
বাঁচাতে হবে মানুষকে।
রঙ-বেরঙের প্রজাপতির মতো
খেলে বেড়াবে শিশুর দল।
মানুষ হেসে উঠবে।
পৃথিবী আবার রঙিন হবে।
আর......
আমাকে তোমার কাছে ফিরতে হবেই।
সংগীতা ইয়াসমিন
তমলুক, 11/09/2020