দৈনিক প্রতিযোগিতাবিভাগ কবিতা শিরোনাম - #আলোর #দিশা পিন্টু মন্ডল ০৭|০৯|২০---------------------
দিনের আলোর কাছে কখন এসে দাঁড়িয়েছে অমাবস্যার তিথি নক্ষত্রের হাসি অন্তরালে চেয়ে থাকে বোকার মতো বোবা হয়ে ।জীবন মৃত্যুর লড়াই-এ প্রেমহীন রথের…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ কবিতা
শিরোনাম - #আলোর #দিশা
পিন্টু মন্ডল
০৭|০৯|২০
---------------------
দিনের আলোর কাছে
কখন এসে দাঁড়িয়েছে অমাবস্যার তিথি
নক্ষত্রের হাসি অন্তরালে চেয়ে থাকে
বোকার মতো বোবা হয়ে ।
জীবন মৃত্যুর লড়াই-এ প্রেমহীন রথের চাকা
অবনিত সময়ের কাছে দিশাহীন ।
পুরাতন কথারা মন ছোঁয়াছুয়ি আয়নায়
উপহাস করে
পরিণতির অসহিষ্ণুতার ধাক্কা,
এর থেকে ভালো ছিল যন্ত্রণার শহর
পরিযায়ী শ্রমিকের ঘামে ভেজা ঘর ।
সন্দেহের গুপ্ত চোরাবালির বৃত্ত বলয়
কাউকে ডাকতে ভয় হয়
নিজের সাথে কত আর কথা বলা যায় ?
কখনো কখনো এমনই হয় সোনা রোদের তিক্ততা ........
মাঝে মাঝে সুনীল আকাশ কথা বলে যায়
পরিচিত জানালায় ,
প্রতিক্ষণ রাত নেমে আসে
চোখে জেগে থাকে আলোর দিশা ।