Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#কবিতাঅশান্ত মন,অনুচ্চারিত শব্দ#মৌসুমী মুখার্জী
 প্রতিদিন  নিঃশেষে  শেষ হয়ে যাচ্ছিবলিরেখা পড়েছে কপালে, বাস্তবিকইকলমের সান্নিধ্য   এখন মনে হয় প্রাক্তন। জ্বলে যাচ্ছে অস্তিত্ব, দেখছি স্বচক্ষে, লেলিহান শিখায় জ্বলছে আমার শব,শব্দ হারিয়ে…

 


#কবিতাঅশান্ত মন,অনুচ্চারিত শব্দ

#মৌসুমী মুখার্জী


 প্রতিদিন  নিঃশেষে  শেষ হয়ে যাচ্ছি

বলিরেখা পড়েছে কপালে, বাস্তবিকই

কলমের সান্নিধ্য   এখন মনে হয় প্রাক্তন।

 জ্বলে যাচ্ছে অস্তিত্ব, দেখছি স্বচক্ষে, লেলিহান শিখায় জ্বলছে আমার শব,

শব্দ হারিয়ে।

 ছন্দে ছন্দে পা ফেলে এগোনো হলোনা ,    তোমার  সাথে

না ঠিক সাথে না, অনেক দূরে দূরে।

বলেছিলে, চরৈবতি  এগিয়ে চলো।

আমি পথভ্রষ্ট,  ক্লান্ত, পচে গলে যাচ্ছি, 

 অস্তিত্ব হারিয়ে  মাটিতে  মিশে  মুখ লুকিয়েছি।

আমি  ডুবে যাচ্ছি অতল খাদে কিনারাবিহীন।

 অথচ সব কিছু ঠিক ছিলো, যা ছিলো আমার  চেতনে অবচেতনে,

 প্রেম ভালোবাসা   আজ অতল জলের আহ্বান।


 যদি নেমে আসে অতল ধারা এই শ্রাবণে,

এলো খোঁপার মাঝে,আমার  আটপৌড়ে সাজে,

 বিক্ষুব্ধ ধরণীর ক্লান্ত বুকে, উচ্ছাসি জলধারা

সেদিন শান্ত হবে মন, অযাচিত সুখে, প্রকৃতির আলিঙ্গনে।