Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_সাহিত্য_সম্মাননা#কবিতা#কথোপকথন#কলমে #বীরেন_আচার্য্য #৮ই_সেপ্টেম্বর_২০২০
কথোপকথন--------------" কি গো ! বাতের ব‍্যথাটা কি খুব বেড়েছে ? সুগারটাও তো দেখলাম হাই " ; -" আর কমবে না গো - এবার তো যাবার …"" …

 


#দৈনিক_সাহিত্য_সম্মাননা

#কবিতা

#কথোপকথন

#কলমে 

#বীরেন_আচার্য্য 

#৮ই_সেপ্টেম্বর_২০২০


কথোপকথন

--------------

" কি গো ! বাতের ব‍্যথাটা কি খুব বেড়েছে ? 

সুগারটাও তো দেখলাম হাই " ; 

-" আর কমবে না গো - এবার তো যাবার …"

" চুপ একদম বলবে না ও কথা - 

কাছে থাকলেও তো শুনতে পাই তোমার গোঁঙানি

অনুভব করি একা নই "। 

-" তোমার বুকের ব‍্যথাটা কমেছে ? 

আজ খেয়েছো প্রেশারের ওষুধটা ? 

দীনু তুলে এনে দিয়েছে এ মাসের পেনশনটা"?

" হ‍্যাঁ ওটাই তো সম্বল গিন্নি - 

সঞ্চয়ের সব টাকা দিয়ে একটা মানুষ গড়তে 

চেয়েছিলাম - আজ সে মস্ত মানুষ "।

- " বড় দেখতে ইচ্ছে করছে খোকাকে 

শুধু একবার বলো না আসতে -"

" কত ব‍্যস্ত মানুষ সে ! 

কত বড় ডাক্তার  ! হাতে কি সময় আছে তার "?

কলিং বেল বাজে , কোনরকমে ওঠে বৃদ্ধ -

হোম সার্ভিসের ছেলেটা দিয়ে যায় খাবার ; 

" নাও  নাও একটু ওঠো - এই তো ধরছি - "

শুধু টালসামলাতে পারে না বৃদ্ধ - 

-" তুমি পড়ে গেলে "?

খাটের পায়া ধরে ওঠে বৃদ্ধ - 

" তোমায় ছেড়ে যাবো না গিন্নি " - 

" কতবার তো করলে ফোন ছেলেকে , 

একটি বারের জন‍্যও এলো না সে -" ; 

হাঁপায় বৃদ্ধ - গত সপ্তাহে এসেছে চিঠি ছেলের , 

শুধু পারে না বলতে নির্মলাকে 

সে আর ফিরবে না কোনদিন ;

মস্ত ডাক্তার ! মস্ত মানুষ ! ঠিকানা জার্মানি। 

 শুধু বলে - " গিন্নি ! এসো জীবনের বিকেলে 

পরস্পর পরস্পরকে শোনাই ভালোবাসার গান;

জীবনের বোঝাগুলো রাখি নিজেদেরই কাছে -

এসো প্রিয়ে ! দোঁহে বসি বসি শুনি সেই গান "- 

" …..যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে।

       ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে॥ "